Arvind Kejriwal: হল না শেষ রক্ষা! ইডির হাতে গ্রেফতার মুখ্যমন্ত্রী কেজিওয়াল

বৃহস্পতিবার ১২জনের তদন্তকারী দল মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ( Arvind Kejriwal ) বাসভবনে প্রবেশ করেন। টানা ২ঘন্টা জিজ্ঞাসাবাদের পর……

খবর এইসময় ডেস্কঃ দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির(ED) ন’বার সমনে আট বার হাজিরা এড়ান এক সময় দুর্নীতি বিরুদ্ধে রুখে দাঁড়ানো দিল্লির মুখ্যমন্ত্রী। সূত্রের খবর বৃহস্পতিবার ১২জনের তদন্তকারী দল মুখ্যমন্ত্রীর বাসভবনে প্রবেশ করেন। টানা ২ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে দিল্লি আবগারি মামলায় ইডির হাতে গ্রেফতার হন অরবিন্দ কেজরিওয়াল। গ্রেফতারির পর সুপ্রিমকোর্টে তড়িঘড়ি রক্ষা কবচের আবেদন জানান মুখ্যমন্ত্রী।

এই প্রথম মুখ্যমন্ত্রী থাকাকালীন কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হলো। এর আগে দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন ঝাড়খন্ডের প্রাক্তণ মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন(Hemant Soren)। যদিও মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর তাকে গ্রেফতার করা হয়েছিল।

দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তে তার বাসভবনের সামনে বিক্ষোভে ফেটে পড়ে আম আদমি পার্টির (aam aadmi party)সমর্থক। ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ১৪৪ ধার জারি করা হয়েছে মুখ্যমন্ত্রীর বাসভবনে। কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে অঞ্চল ঘিরে রেখেছে পুলিশ।

১৫ই মে দিল্লির লোকসভা নির্বাচন তার মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারের বিষয়ে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মনে করছেন আপ(AAP) কর্মকর্তারা। আপ সূত্রে খবর গ্রেফতারের পর আপাতত মুখ্যমন্ত্রী পদে থাকছেন কেজরিওয়াল।

Google news