Astrology: সামনে পুজো অথচ আপনার হাতে টাকা নেই! তাহলে আজ থেকেই এই কাজটি করুন অব্যর্থ ফল পাবেন

tulsi plant on astrology

জ্যোতিষশাস্ত্র(Astrology) ও সনাতনী হিন্দুধর্মে ভাদ্র মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, বছরের ষষ্ঠ হল ভাদ্র মাস। এই সময় তুলসী গাছের পুজো করা অত্যন্ত শুভ। কারণ মাতা তুলসী দেবীর সঙ্গে মা লক্ষ্মীর বিশেষ সম্পর্ক রয়েছে।

যদি আপনি আর্থিক দিকে উন্নতি করতে চান, তাহলে তুলসী গাছে এই জিনিসগুলি নিবেদন করতেই পারেন। এতে আপনি শুভ ফল পাবেন। ভাগ্যের দ্বার খুলবে আপনার। কোন কোন জিনিস তুলসী দেবীকে অর্পণ করবেন, জানুন।

চন্দন নিবেদন করুন

ভাদ্র মাসে আপনি তুলসী গাছে অবশ্যই চন্দন পরাবেন। এতে আপনার ঘরে নেতিবাচক শক্তি থাকলে তা দূর হবে। ইতিবাচক শক্তি আপনার ঘরে প্রবেশ করবে। মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনেও সফলতা লেগে থাকবে। সেই সঙ্গে আর্থিক দিকে লাভ হবে। বাড়িতে যদি ঝগড়া বিবাদ লেগে থাকে তা থেকেও মুক্তি পাবেন। আপনি কোনও কাজে পিছিয়ে যাবেন না।

কর্পূর

ভাদ্র মাসে লাল কাপড়ে কর্পূর মুড়ে তুলসী গাছে নিবেদন করুন। এতে আপনার বাড়িতে থাকা সমস্ত ঝামেলা থেকে বের হতে পারবেন। শুধু তাই নয়, আপনাদের বাড়ির উপর যদি কোনও কালো অশুভ ছায়া থাকে, তাও কিন্তু খুব সহজেই দূর হবে।

জাফরান

জ্যোতিষশাস্ত্রে, জাফরানকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জাফরান ভাদ্র মাসে তুলসী গাছে নিবেদন করলে আপনার আর্থিক সংকট থাকলে তা কেটে যাবে ও অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সাদা ফুল

ভাদ্র মাসে তুলসী গাছে আপনি সাদা ফুল অর্পণ করুন। এত তুলসী দেবীর কৃপায় আপনার জীবনে সফলতা লেগেই থাকবে। কোনও কাজে আপনি পিছিয়ে যাবেন না। তুলসী দেবীর কৃপায় আপনার জীবনেও সফলতা নিশ্চিত।

হলুদ

যদি আপনার পারিবারিক জীবনে নানান সমস্যা লেগে থাকে, তা থেকে বেরোতে না পারেন তাহলে এই মাসে তুলসী দেবীকে হলুদ নিবেদন করুন। যদি পারেন এটি আপনি বৃহস্পতিবার করে নিবেদন করতে পারেন। এটি আপনার জন্য অত্যন্ত শুভ হবে।

 

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

 

Google news