Bagda Border: অনুপ্রবেশ ও চোরাচালান রুখতে সি সি ক্যামেরায় মুড়ে ফেলা হল বাগদা

বাগদা বানেশ্বরপুর দিয়েই সীমান্তে(Bagda Border) চোরাচালানর অভিযোগ উঠেছে বহু বার, তাই এবার অনুপবেশ ও দুষ্কৃতী মূলক কার্য কলাপ রুখতে ক্যামেরায় নজরদারি প্রশাসনের

বাগদা: সীমান্ত শহর বাগদা। এই সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ও চোরাচলান নিত্যদিনের সমস্যা। একাধিকবার প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন । এবার সীমান্তবর্তী (Bagda Border)এলাকা গুলিতে বসানো হল সিসি টিভি।

সোমবার সকালে বাগদা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বানেশ্বরপুর বাজারে সিসিটিভি বাসানোর কাজ শুরু হল। এই বানেশ্বরপুর দিয়েই সীমান্তে(Bagda Border) চোরাচালানর অভিযোগ উঠেছে বহু বার, তাই এবার অনুপবেশ ও দুষ্কৃতী মূলক কার্য কলাপ রুখতে ক্যামেরায় নজরদারি প্রশাসনের। এলাকায় চুরি ডাকাতি সহ একাধিক আসামাজিক মূলক কাজের উপর নজর রাখবে পুলিশ । আজ সোমবার সকালে বানেস্বরপুর বাজারে বাগদা মহাকুমার পুলিশ আধিকারিক শাসক  শান্তুনু ঝাঁ ও বাগদা থানার পুলিশ আধিবারিক গনেশ বাইনের তত্তাবধনে বাজার সংলগ্ন প্রতিটি রাস্তার মোড়ে সিসি টিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়৷

বাগদা এসডিপিও বলেন, সীমান্ত (Bagda Border) দিয়ে গরু পাচার সহ একাধিক চোরাচালান ও এলাকায় দুষ্কৃতীমূলক কার্যকলাপ রুখতে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে। আগামীদিনে আশারু বাজার, আউলডাঙ্গা বাজার, বৌকল্লা বাজার সহ একাধিক জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো হবে বলেও জানান তিনি।

সিসিটিভি ক্যামেরা লাগানোর পর এলাকায় নানান অসামাজিক কাজ ও চুরি ডাকাতি কমবে বলেই আশাবাদী স্থানীয়রা।

Google news