Holly 2023: দোল ও হোলিতে অপ্রীতিকর ঘটনা রুখতে সজাগ ও সতর্ক বারাকপুর পুলিশ কমিশনারেট

 

 

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ উত্তরে বীজপুর থেকে দক্ষিণে দমদম বৃহত্তর ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় দোল ও হোলি উৎসবে  অশান্তি ও গণ্ডগোলের ঘটনা ঘটে এবং যার জেরে এলাকায় উত্তেজনা থাকে বেশ কয়েকদিন,আর সেই ঘটনার এই বছর পুনরাবৃত্তি যেন না ঘটে,সেই দিকে সজাগ ও সতর্ক বারাকপুর পুলিশ কমিশনারেট।

 

এবছর দোল ও হোলিতে বারাকপুর পুলিশ কমিশনারেটেরর বিভিন্ন থানার অন্তর্গত এলাকায় কোনরকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই দিকে নজর রাখতে বলা হয়েছে ,পাশাপাশি বিভিন্ন থানা এলাকায় পেট্রোলিং পুলিশের গাড়ি ঘুরবে,বাইকে করেও ছোট ছোট দলে ভাগ হয়ে এলাকায় পুলিশের টহলদারি চলবে,পুলিশের সাথে মহিলা উইনারস টিমও থাকবে যাতে কোন মহিলা সংক্রান্ত গন্ডগোল না ঘটে,এমনটাই জানালেন বারাকপুরের পুলিশ কমিশনার অলক রাজোরিয়া ।

Google news