পল্লব হাজরা, বরানগর: শনিবার রাতে বরানগর ৩১নং ওয়ার্ডে বিজেপি কর্মী শ্যামল দাসের উপর আক্রমণ করার অভিযোগ উঠে ওই অঞ্চলের কাউন্সিলার ঘনিষ্ট তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় বিজেপি কর্মীকে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতির ফলে আর জি কর মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
শনিবার রাতে বিজেপি কর্মীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করেন পুলিশ কর্তৃপক্ষ এমনটাই অভিযোগ বিজেপির পক্ষ থেকে।আজ রবিবার বিকেলে উত্তর শহরতলী সাংগঠনিক জেলার প্রেসিডেন্ট অরিজিৎ বক্সী সহ জেলার অন্যান্য নেতৃত্বদের নিয়ে রাজ্য মহিলা বিজেপির সাধারন সম্পাদক তথা বিধায়িকা অগ্নি মিত্রা পালের নেতৃত্বে বরানগর থানা ঘেরাও করা হয়।
পরবর্তী সময়ে অভিযুক্তদের বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে লিখিত অভিযোগ করেন অগ্নিমিত্রা পাল সহ বিজেপি নেতৃত্ব। রাতের মধ্যে যদি অভিযুক্তদের গ্রেফতার না করা হয় তাহলে সোমবার সকাল থেকে অবরোধ করা হবে এমন হুমকি দেন অগ্নিমিত্রা পাল। শ্যামল দাসের স্ত্রী শ্রাবণী দাস অভিযোগ করেন, স্থানীয় কাউন্সিলর নিবেদিতা বসাক ও তার দলবল নিয়ে শ্যামল দাসের উপর শনিবার সন্ধ্যায় হামলা করা হয়। এমনকি আজ সকালে কাউন্সিলের নেতৃত্বে বাড়ি ভাঙচুর করা অভিযোগ ওঠে। ঘটনার জেরে তীব্র আতঙ্কিত পরিবার।
যদিও ঘটনার কথা অস্বীকার করেন বরানগর ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিবেদিতা বসাক। তিনি দাবি করেন শ্যামল দাস দীর্ঘদিন ধরে অসামাজিক মূলক কাজের সাথে জড়িত। অঞ্চলে মদ গাঁজা নানা রকম নেশায় যুব সমাজকে প্রশ্রয় দিত শ্যামল। তারই প্রতিবাদ করেন স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদ করায় এক স্থানীয় বাসিন্দা আহত হয়েছে বলে জানান কাউন্সিলার।