Baranagar: গান্ধী জয়ন্তী উপলক্ষে সাফাই অভিযান বরাহনগর ৯নং ওয়ার্ডে

পল্লব হাজরা, বরাহনগরঃ  জাতীর জনক মোহন দাস করমচাঁদ গান্ধীর ১৫৩তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালিত হচ্ছে সারা দেশ জুড়ে। বাদ গেল না বরাহনগর।  রবিবার সকালে বরাহনগর ৯নং ওয়ার্ডের পঞ্চবটি তলায় মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে  মাল্যদান করে গান্ধীজীকে স্মরণ করেন পুরসভার  চেয়ারম্যান ইন কাউন্সিল রামকৃষ্ণ পাল সহ এলাকার সুধীনাগরিকেরা।

 

উত্তর ২৪ পরগণায় ক্রমাগত বেড়েই চলেছে ডেঙ্গুর প্রাদুর্ভাব । তাই মানুষকে সচেতন মূলক বার্তা দিতে পঞ্চবটি তলা থেকে জঞ্জাল সাফাই  অভিযান শুরু করেন রামকৃষ্ণ বাবু।  রাস্তা সাফাইয়ের পাশাপাশি  মশা মারার তেলও  ছড়ান হয় এলাকা জুড়ে।  এদিন  জঞ্জাল সাফাই অভিজানে  সাফাই কর্মীদের সাথে  হাতে হাত  লাগাতে  দেখা যায়  রামকৃষ্ণ পালকে।