Russia-Ukraine War: রাশিয়ার হানায় ভেঙে চুরমার ইউক্রেনের ‘স্বপ্ন’

খবর এইসময়,ওয়েব ডেস্কঃ  রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দিন যত যাচ্ছে যুদ্ধের আকার ততই ভয়াবহ হয়ে উঠছে। ইতিমধ্যেই পরমাণু শক্তি প্রদর্শনের কথাও উঠে আসছে বারবার এই যুদ্ধকে কেন্দ্র করে। রুশ সেনাবাহিনীর হামলায় ইউক্রেনের বেশিরভাগ বিমানঘাঁটি গুলি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এই জটিল পরিস্থিতিতে স্বপ্নভঙ্গ ইউক্রেনের।

 

ইউক্রেন স্বরাষ্ট্রমন্ত্রকের তথ্য অনুযায়ী হোসটোমেল বিমান বন্দরের উপর রুশ সেনাবাহিনীর হামলায় ধ্বংস হয়ে যায় বিশ্বের সর্ববৃহৎ কার্গো বিমান অ্যান ২২৫ ম্রিয়া। এই কার্গো বিমানটি ১৯৮০ সালে তৈরি করে ইউক্রেনের বিমান নির্মাতা সংস্থা অ্যান্টোনভ। এই বিমানটি বিশ্বের ভারি ও দীর্ঘতম কার্গো বিমান। ‘ম্রিয়া’ ৬৪০টন পর্য্যন্ত পণ্য পরিবহনে সক্ষম ছিল। ইউক্রেনিয় ভাষায় ‘ম্রিয়া’ শব্দের অর্থ ‘স্বপ্ন’ যা ইতিমধ্যেই হল স্বপ্নভঙ্গ ।

উল্লেখ্য, ইউক্রেন স্বরাষ্ট্রমন্ত্রকের তথ্য অনুযায়ী  রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইতিমধ্যে ৩৫২ জন ইউক্রেনীয় নাগরিকের মৃত্যু হয়েছে তার মধ্যে ৭জন শিশু। এরই মধ্যেই চরম খাদ্যের সংকট দেখা দিতে শুরু করেছে ইউক্রেন ঘিরে।

Google news