Rabindra Sarobar: রবীন্দ্রসরোবর লেকে আর ক্রিকেট নয়, কী বলল কলকাতা হাইকোর্ট, জেনে নিন 

Kolkata High Court

রবীন্দ্রসরোবর (Rabindra Sarobar)লেক এলাকা কোনও বেসরকারি কাজে ব্যবহার করা যাবে না। বৃহস্পতিবার এই মর্মে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রবীন্দ্রে সরোবরে ক্রিকেট লিগের আয়োজনও আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী শুনানির আগে লেকে ‘সেলিব্রিটি ক্রিকেট প্র‍্যাকটিস’ বন্ধ রাখতে হবে। সরোবরের একটা বড় অংশে সেলিব্রিটি ক্রিকেট প্র্যাকটিস হবে বলে নোটিস দেওয়া হয়েছিল। তার জন্য অনেক গাছও কেটে ফেলা হয় বলে অভিযোগ। সেই মামলায় প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চে ছিল মামলার শুনানি।

 

রবীন্দ্র সরোবরের ৯৮ কাঠা জমিতে তারকারা ক্রিকেট প্র‍্যকটিসের জন্য ব্যবহার করতে পারবেন বলে নোটিস দেয় KMDA। ক্যালকাটা এন্টারটেনমেন্ট ক্লাব ফাউন্ডেশনকে এই অনুমতি দেওয়া হয়। ওই ক্লাবের তিনজন ডিরেক্টরের মধ্যে একজন হলেন অভিনেতা যিশু সেনগুপ্ত। জনপ্রিয় অভিনেতার নেতৃত্বে চলতি বছর ৯ বারের ব্যর্থতার পর শেষমেশ জয়ের হাসি হাসে ‘বেঙ্গল টাইগার্স’। সেলিব্রিটি ক্রিকেট লিগে ফাইনালে কর্নাটক বুলডোজারকে হারিয়ে জেতে বাংলার বাঘেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চায়ের আমন্ত্রণে কালীঘাটে তাঁর বাসভবনে গিয়েছিলেন অধিনায়ক যিশু সেনগুপ্ত-সহ গোটা টিম।

তবে সবুজ মঞ্চ নামে একটি পরিবেশপ্রেমী সংগঠনের অভিযোগ, কেএমডিএ-র অনুমতির পর একাধিক গাছ কাটা হয়েছে। তার ফলে বদলে যাচ্ছে সরোবরের চরিত্র। মামলাকারী আইনজীবী অভিষেক শিকদার ও শান্তনু চক্রবর্তী জানান, এপ্রিলে কেএমডিএ-র থেকে অনুমোদন পাওয়ার পরেই রবীন্দ্র সরোবর (Rabindra Sarobar) এ একাধিক গাছ কাটা হয়েছে। যার প্রতিবাদ করে সবুজ মঞ্চ। বৃহস্পতিবার হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। এদিনের শুনানিতে ক্রিকেট লিগ বন্ধের অন্তর্বর্তী নির্দেশ দেয় হাই কোর্ট। এই মামলায় রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ প্রধান বিচারপতির। আগামী ২৫ জুলাই মামলার পরবর্তী শুনানি। তার মধ্যে সরোবরে তারকাদের ক্রিকেট প্র‍্যাকটিস বন্ধের নির্দেশ প্রধান বিচারপতির।

Google news