নার্সিং স্কুলের আড়ালে ব্লু ফিল্ম! ধৃত ২ মহিলা

নিজস্ব প্রতিনিধি,মালদা: নার্সিং ট্রেনিং স্কুলের আড়ালে চলছিল নীল ছবির শ্যুটিং। গোপন সূত্রে খবর পেয়ে পর্দা ফাঁস করল ইংরেজবাজার থানার পুলিশ। সোমবার সন্ধ্যায় মালদা শহরের সুভাষপল্লি এলাকায় ওই নার্সিং স্কুলে হানা দিয়ে হাতেনাতে দুই মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। তবে সেখানে থাকা দুই যুবক চম্পট দেয়। ঘটনার তদন্তে নেমে পুরো চক্রটিকে ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

মালদা শহরের সুভাষপল্লি এলাকায় একটি ঘর ভাড়া নেয় চক্রের সদস্যরা। স্থানীয় সূত্রে খবর, প্রথমে দুই যুবক এসে নার্সিং ট্রেনিং স্কুল খোলার কথা বলে ঘর ভাড়া নেয়। মূলত বাসিন্দাদের সন্দেহ এড়াতেই নার্সিং কলেজের কথা বলা হয়। ভালো কাজের জন্য কেউ সে ভাবে সন্দেহও করেননি। কিন্তু কিছু দিন ধরে ছেলে-মেয়েদের আনাগোনায় সন্দেহ হয় বাসিন্দাদের।

স্থানীয় বাসিন্দা গৌতম দাস বলেন, ‘সন্দেহ হওয়ায় আমরা এলাকার লোকজন জোট বেঁধে ওই স্কুলের সামনে গিয়ে মদের গন্ধ পাই। এর পরেই জোর করে ভিতরে ঢুকে অশালীন অবস্থায় দেখি। এখানে ব্লু ফিল্মের শ্যুটিং করে কম্পিউটারের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া হত। এলাকার মধ্যে এমন অসামাজিক কাজকর্ম হতে দেওয়া যাবে না।’ এদিকে অসামাজিক কাজকর্ম হচ্ছে জেনেও বাড়ি মালিকরা বেশি টাকার লোভে ভাড়াটিয়াদের কিছু বলছেন না বলে অভিযোগ বাসিন্দাদের একাংশের।

নিমাই সাহা নামে এক বাসিন্দা বলেন, ‘এখানে নীল ছবি তৈরি করা হত। সেটা বুঝতে পারার পরেই আমরা হাতেনাতে ধরেছি। এমন কাজকর্ম যাতে না হয় তার জন্য আমাদেরও সচেতন হতে হবে। কিন্তু বাড়ির মালিকরা বেশি টাকার আশায় ঘর ভাড়া দিয়ে দিচ্ছেন। তাঁদেরও নজর রাখা উচিত।
পুলিশ জানিয়েছে, দু’জনকে ধরা হয়েছে। মঙ্গলবার তাদের মালদা জেলা আদালতে পেশ করা হয়। পুরো ঘটনার তদন্ত চলছে।

Google news