খবরএইসময়, ওয়েব ডেস্ক: ২১ বছর পর মিস ইউনিভার্সের খেতাব পেলেন ভারতীয় সুন্দরী হরনাজ সান্ধু। গৌরবময় এই খবর প্রকাশ হতে আনন্দে গা ভাসিয়েছে গোটা দেশ। ১৯৯৪ সালে সুস্মিতা সেন ও ২০০০ সালে লারা দত্তের পর পাঞ্জাবের তরুণীর মাথায় উঠল মিস ইউনিভার্সের মুকুট। হরনাজ সান্ধুর মাথায় মুকুটি পরিয়ে দেন গতবারের মিস ইউনিভার্স বিজয়ী মেক্সিকোর তরুণী আন্দ্রিয়া মেজা ।প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছেন প্যারাগুয়ের নাদিয়া ফেরেইরা এবং দ্বিতীয় রানার-আপ হয়েছেন দক্ষিণ আফ্রিকার লালেলা সোয়ানে। ইজরায়েলে এবার অনুষ্ঠিত হয়েছে ৭০-তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। মোটা ৮০জন সুন্দরী অংশ নেন এই প্রতিযোগিতায়।
মিস ইউনিভার্স হওয়ায় আবেগে আপ্লুত ভারতীয় কন্যা।
পঞ্জাবের চন্ডীগড়ে জন্ম তাঁর। পড়াশোনা শুরু শিবালিক পাবলিক স্কুলে। ছোট থেকেই নৃত্য, থিয়েটারের প্রতি ছিল বাড়তি উৎসাহ। চলতি বছরে একটি পাঞ্জাবি সিনেমায় অভিনয় দেখা যাবে হরনাজ সান্ধুকে।
হরনাজকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন দেশের প্ৰথম মিস ইউনিভার্স সুস্মিতা সেন।
- Ad-
- Ad -
- Ad -
- Ad -
- Ad -