বানিজ্যে গতি আনতে ভারত – বাংলাদেশের প্রতিনিধিদের বৈঠক পেট্রাপোল সীমান্তের নোম্যান্সল্যান্ডে

নিজস্ব প্রতিনিধি, বনগাঁ :   পেট্রাপোল বন্দর দিয়ে রপ্তানি কম হওয়ায় বনগাঁ শহরে বাড়ছে যানজট। যানজট কাটাতে দুই দেশের প্রতিনিধিদের বৈঠক হলো ভারত – বাংলাদেশের পেট্রাপোল সীমান্তের নোম্যান্সল্যান্ডে।

জানাগিয়েছে , সাম্প্রতিক আমদানী কম করছে বাংলাদেশ। ফলে পেট্রাপোল বন্দর এলাকার বিভিন্ন পার্কিং সহ বনগাঁ শহরে দীর্ঘ্য দিন ধরে প্রচুর ট্রাক দাড়িয়ে থাকছে৷ ফলে রপ্তানির খরচ বেড়ে সমস্যায় পড়ছে ব্যাবসায়ীরা। রাস্তায় জানজট হয়ে সমস্যায় পড়ছে সাধারণ যাত্রীরা। এবার সমস্যা সমাধানে পদক্ষেপ করল দু-দেশের প্রশাসনিক কর্তারা। মঙ্গলবার পেট্রাপোল- বেনাপোল বন্দরের জিরো পয়েন্টে বৈঠক করল ভারত বাংলাদেশের প্রশাষনিক কর্তা ও ব্যাবসায়িক প্রতিনিধিরা।

পেট্রাপোল ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী জানিয়েছেন” সম্প্রতি দু’দেশের সরকারি প্রতিনিধিদের এ বিষয়ে হস্তক্ষেপের আবেদন জানিয়েছিলেন তাঁরা।” এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ দৈনিক ৬০০ থেকে ৭০০ গাড়ী নেবে। আগামী ১০ -১২ দিনের মধ্যে সমস্যার সমাধান হবে ।

এই বিষয়ে বনগাঁর পৌর প্রশাসক গোপাল শেঠ বলেন, ‘বাংলাদেশে প্রতিনিয়ত আমদানি কম করার ফলে বনগাঁ শহরের যানজটের সৃষ্টি হচ্ছে । সেই কারণেই আজ বৈঠকে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে ৬০০ থেকে ৭০০ ট্রাক আমদানি করার আহ্বান জানিয়েছি বাংলাদেশের প্রশাসনিক কর্তাদের কাছে । আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যেই এই সমস্যার সমাধান হবে বলে বাংলাদেশের তরফ থেকে আমাদেরকে জানানো হয়েছে।’

Google news