Diamond Harbour: সাংসদ অভিষেকের মতামতের বিরোধিতা করায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়-এর কুশপুতুল দাহ

বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার: অভিষেক ব্যানার্জি আছেন হৃদয়জুড়ে। তিনি আমাদের নয়নের মণি। তাই তার বিরুদ্ধে যারা কথা বলছে তাদের দলে থাকার অধিকার নেই। আজ সন্ধার পর ডায়মন্ড হারবার ১১৭ নম্বর জাতীয় সড়কে সরিষা২৪৬ মোড়ে এই প্রতিবাদের শব্দই ভেসে উঠলো । ডায়মন্ড হারবার ২নম্বর ব্লকের শিক্ষিত সমাজের উদ্যোগে ও তৃণমূল কংগ্রেসের কর্মীরা এদিন শ্রীরামপুর লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়-এর কুশপুতুল দাহ করে একটি মৌন প্রতিবাদে সামিল হন।

শিক্ষিত সমাজের পক্ষ থেকে অভিষেক হালদার বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা। তিনি দলের সেনাপতি।  তিনি নিজের সংসদীয় এলাকায় অপরিহার্য ভাবে উন্নয়ন ঘটাচ্ছেন।  বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি নিজস্ব ব্যক্তিগত মতামত দিতেই পারেন। তিনি বলতেই পারেন দু মাস বন্ধ থাকুক সব। তার কথাকে মান্যতা দিয়েই সামনের পুর নির্বাচন পিছিয়ে বাইশে জানুয়ারির পরিবর্তে বারই ফেব্রুয়ারি হতে পারে। তাঁর কথাই মানুষের কথা। যারা অভিষেকের বিরোধিতা করছেন তাদের দলে থাকার অধিকার নেই ।’

তিনি বলেন, ‘অভিষেক বন্দোপাধ্যায় এর বিরোধিতা করেছেন যিনি, তিনি দলের একজন সিনিয়র কর্মী। কিন্তু আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেউ কিছু বললে আমরা মেনে নেবো না।’

এদিকে, তৃণমূলকর্মীদের এই প্রতিবাদের জেরে প্রায় ২০ মিনিট ডায়মন্ড হারবার ১১৭ নম্বর জাতীয় সড়কে সরিষা ২৪৬ মোড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

Google news