- Ad-
- Ad -
- Ad -
- Ad -
নিজস্ব প্রতিনিধি, কাঁচরাপাড়া : আজ কাঁচরাপাড়া 10 নম্বর ওয়ার্ড সংলগ্ন বিনোদ নগর খেলার মাঠে গভীর রাতে নেতাজির মূর্তি ভেঙে টুকরো টুকরো করল দুষ্কৃতীরা। এলাকার মানুষ সকালবেলা উঠে দেখে নেতাজির মূর্তি এইভাবে ভেঙ্গে পড়ে রয়েছে তার পরেই তারা ক্ষোভে ফেটে পড়ে কালো কাপড় মোমবাতি জ্বালিয়ে ধিক্কার জানায় ও ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছায় বীজপুর থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
- Ad -