Jammu and Kashmir : সন্ত্রাসবাদীর গুলিতে উত্তপ্ত শ্রীনগর, পুলিশের বাস লক্ষ্য করে গুলি, আহত ১৪

খবরএইসময়, ওয়েব ডেস্ক: সোমবার ফের উত্তপ্ত হয়ে উঠল উপত্যকা অঞ্চল। পুলিশের বাসে অতর্কিত গুলি বর্ষণ করে জঙ্গিরা।ঘটনাটি ঘটেছে শ্রীনগরের পান্থচৌক এলাকায় জেওয়ান অঞ্চলে।  সূত্রের খবর, এই হামলায় ১৪ জন পুলিশকর্মী আহত হয়েছেন এবং ২ জন নিরাপত্তারক্ষী শহীদ হয়েছেন। বেশ কয়েক জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।  ২০১৯ সালে ৩৭০ ধারা প্রত্যাহার করার পর উপত্যকায় নিরাপত্তা বাহিনীর ওপর এটি বড়সড় নাশকতা।

জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিগত কয়েকদিন ধরেই উপত্যকায় জঙ্গি গতিবিধি বৃদ্ধির খবর পাওয়া যাচ্ছিল। রবিবার ভোরে দক্ষিণ কাশ্মীরের অবন্তীপোরায় জঙ্গি উপস্থিতির খবর পেয়েই তল্লাশি অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। বারাগাম এলাকায় তল্লাশি চলাকালীনই পিছন থেকে হামলা চালায় জঙ্গিরা। গুলি চালাতেই, পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনীও। এরপরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এনকাউন্টারে  এক জঙ্গি নিকেশ হয়েছে। ওই জঙ্গির নাম সমীর আহমেদ তান্ত্রে। গত ২ নভেম্বরই জইশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠীতে যোগ দিয়েছিল সে।

জানা গিয়েছে, এই ঘটনার দ্বায় স্বীকার করেছে লস্কর জঙ্গি সংগঠনের শাখা কাশ্মীর টাইগার্স। ইতিমধ্যে ঘটনাস্থল নিরাপত্তা বাড়িয়ে চলছে তল্লাশি অভিযান। পন্থচক এলাকায় রয়েছে সরকারি দপ্তর থেকে সেনা ক্যাম্প। নিরাপত্তা ঘেরাটোপে থাকা এই অঞ্চলে জঙ্গি হামলা জন্ম দিয়েছে নানান প্রশ্নের।

ঘটনায় শহীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জঙ্গি হামলার ঘটনার বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, এদিন সকালেই শ্রীনগরের রণগ্রেথ এলাকায় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। গুলির লড়াইয়ে দুই জঙ্গিকে নিকেশ করেন নিরাপত্তা বাহিনী। তারই পাল্টা এই ঘটনা যা ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামার ভয়াবহ স্মৃতি কার্যত উস্কে দিল।

 

Google news