বরাহনগরে পালিত হল ‘রান ফর ইউনিটি’ ম্যারাথন 2022

 

পল্লব হাজরা, বরাহনগর: রাজ্য জুড়ে চলছে পথ নিরাপত্তা সপ্তাহ। এই ‘সেফ ড্রাইভ সেভ লাইফ ‘ সপ্তাহ চলাকালীনই রবিবার সকালে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে আয়োজিত হল ‘রান ফর ইউনিটি’ শীর্ষক ম্যারাথন – 2022।

এদিন সকাল সাড়ে ৬ টা নাগাদ বরাহনগর প্রগতি সংঘের ময়দানে এই ম্যারাথন দৌড়ের শুভ সূচনা করেন সস্ত্রীক ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মনোজ কুমার ভার্মা। এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম পুলিশ কমিশনার (ডি সি হেড কোয়ার্টার) ধ্রুবজ্যোতি দে, অপরাধ দমন শাখার যুগ্ম পুলিশ কমিশনার অজয় ঠাকুর, ডিসিপি সাউথ অজয় প্রসাদ, ডিসিপি নর্থ শ্রীহরি পান্ডে, ডিসিপি স্পেশাল ব্রাঞ্চ প্রশান্ত কুমার চৌধুরী, ডিসিপি ট্রাফিক ব্যারাকপুর সন্দীপ কাড়া ছাড়াও উপস্থিত ছিলেন এসিপি ডানলপ ট্রাফিক প্রিয়ব্রত বক্সী, এসিপি ব্যারাকপুর ট্রাফিক সোমদেব বন্দ্যোপাধ্যায়, বরাহনগর থানার পুলিশ আধিকারিক দেবাশীষ পাহাড়ী সহ অন্যান্য পুলিশ কর্তারা।

সবুজ পতাকা নেড়ে প্রগতি সংঘ ময়দান থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগীতার শুভ উদ্বোধন করেন নগরপাল মনোজ কুমার ভার্মা। বরাহনগর প্রগতি সংঘ ময়দান থেকে পানিহাটি স্পোর্টিং ময়দান পর্যন্ত মোট ছয় কিলোমিটার পথ অতিক্রম করেন ম্যারাথনে অংশগ্রহণকারীরা।

অন্যান্যের সাথে স্বয়ং সিপি মনোজ ভার্মা সহ পুলিশ কর্তারাও এই দৌড়ে অংশ নেন।এদিনের এই ম্যারাথন দৌড়কে কেন্দ্র করে বি.টি. রোড এর দু পাশে প্রতিযোগীদের উৎসাহিত করেন অসংখ্য সাধারণ মানুষ।

 

পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা জানান, করোনা পরিস্থিতিতে দৌড়, ব্যায়াম, শারীরিক সুরক্ষা বাড়িয়ে তোলে। পথ নিরাপত্তা মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ঘটবে । এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা জানুয়ারীকে ছাত্র দিবস হিসেবে ঘোষণা করেছিলেন আর সেই সকল ছাত্রছাত্রীদের উৎসাহিত করতেই আজ এই বিশেষ দৌড় প্রতিযোগিতার আয়োজন।

প্রতিযোগিতার সাথে সাথে করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষকে মাস্ক, সাবান, স্যানিটেইজার ও কোভিড বিধিনিষেধ মেনে চলতে অনুরোধ জানান নগরপাল।

বিভিন্ন বিভাগে পুরুষ, মহিলা ও পুলিশ কর্মী সকলেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।ম্যারাথন দৌড় শেষে জয়ী প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। এই ধরনের একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে খুশি সকল প্রতিযোগী।

Google news