ভোটের আগে বাজেটে চমক! অলচিকি সহ ১৫০০ নতুন স্কুল

বাজেটে খুশি আদিবাসী সম্প্রদায়

নিউজ ডেস্ক:  রাজ্য বাজেটে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন প্রকল্পের সঙ্গে অলচিকি লিপি সহ পঠন পাঠনের জন্য নতুন ১৫০০ স্কুলের কথাও ঘোষণা করা হয়েছে। এমনিতে অলচিকি লিপিতে পঠনপাঠনের উপযুক্ত পরিকাঠামোর জন্য দীর্ঘ দিন ধরেই লড়াই চালিয়ে আসছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষরা। ফলে বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটে অলচিকি লিপির স্কুলের কথা উল্লেখ করে আদিবাসী সম্প্রদায়ের মানুষের মন জয় করলেন বলে মত সংশ্লিষ্ট মহলের।
রাজ্যের মধ্যে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার জঙ্গলমহলের পাশাপাশি বীরভূম, পূর্ব-পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলায় প্রচুর আদিবাসী সম্প্রদায়ের মানুষ রয়েছেন। তাঁরা মূলত সাঁওতালি ভাষায় কথা বলেন। আর পঠনপাঠনের ক্ষেত্রে ব্যবহার হয় অলচিকি লিপি। মাতৃ ভাষায় পঠন পাঠনের উপযুক্ত পরিকাঠামোর জন্য দীর্ঘ দিন ধরেই আন্দোলন চালিয়ে আসছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। এদিন বাজেটে নতুন স্কুলের ঘোষণায় খুশি প্রকাশ করেছেন তাঁরা। পুরুলিয়ার সুখদেব সরেন বলেন, ‘এটা সত্যি আমাদের জন্য খুব ভালো। তবে যেখানে এতদিন অলচিকিতে পড়ানো হত, তার উপযুক্ত পরিকাঠামো ছিল না। এখন সেটা দ্রুত করার দাবি জানাবো।’
শুধু আদিবাসী সম্প্রদায় নয়, কুড়মিরাও খুশি মুখ্যমন্ত্রীর উদ্যোগে। কারণ কুড়মি বা মাহাতোদের তফসিলি উপজাতি অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করেছেন। এই বিষয়টি নিয়েও দীর্ঘদিন দাবি জানিয়ে আসছিলেন কুড়মি সম্প্রদায়ের মানুষজন।

Google news