CAA Implementation: সিএএ এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর উস্কানি দেওয়ার অভিযোগে বাগদা থানায় অভিযোগ

” যাদের দরখাস্ত (CAA Implementation)করতে বলা হচ্ছে, তাঁরা নাগরিক থাকা সত্ত্বেও আবেদন করলেই বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন ৷ এটা অধিকার কাড়ার খেলা, আবেদন করলে…..

খবর এইসময় ডেস্ক: সোমবার দেশজুড়ে লাগু হয়েছে নাগরিকত্ব সংশোধিত আইন সিএএ (CAA Implementation)। এনিয়ে রাজ্য জুড়ে উল্লাসের ছবি লক্ষ করা গিয়েছে মতুয়াদের মধ্যে। তবে সিএএ (CAA Implementation)কার্যকর হওয়া নিয়ে বিতর্কের শেষ নেই৷ সিএএ লাগু হওয়ার পর দিন উত্তর ২৪ পরগনার হাবড়ায় ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা|

অভিযোগ, সেই সভা থেকে তিনি বলেন, ” যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে, তাঁরা নাগরিক থাকা সত্ত্বেও আবেদন করলেই বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন ৷ এটা অধিকার কাড়ার খেলা ৷ আবেদন করলে আর নাগরিকত্ব পাবেন কি না কোনও গ্যারেন্টি নেই ৷ সম্পত্তি হারাবেন ৷ সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হবেন ৷

হাবড়ার সভা থেকে মুখ্যমন্ত্রীর এইভাবে উস্কানিমূলক ভাষণ দেওয়ায় রাজ্যে ঝামেলা অশান্তি এমনকি সাম্প্রদায়িক সম্প্রীতিও নষ্ট হবে। এমনই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর শাস্তির দাবি জানিয়ে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বাগদার বাসিন্দা গোপাল গোয়ালী।

Google news