22 C
New York
Wednesday, January 15, 2025
Homeজেলার খবরBaranagar: বিটি রোডে নিকাশি ব্যবস্থা ঢেলে সাজাতে যানজটের গেরোয় নিত্যযাত্রী, বাড়ছে দুর্ঘটনার...

Baranagar: বিটি রোডে নিকাশি ব্যবস্থা ঢেলে সাজাতে যানজটের গেরোয় নিত্যযাত্রী, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা

Published on

- Ad-
- Ad -
- Ad -
- Ad -

 

 

পল্লব হাজরা, বরানগর: একটু বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পরে বরানগর সংলগ্ন বি টি রোড। তাই নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে রাজ্যে সরকার। কেএমডিএ(KMDA) ও বরানগর পুরসভার প্রচেষ্টায় বেশ কয়েক মাস বিটি রোডে চলছে নিকাশি ব্যবস্থা সংস্করণের কাজ। এই কাজে তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করছে পি ডব্লু ডি(PWD)। বরানগর টবিন রোড থেকে ডানলপ পর্যন্ত রাস্তা অর্ধেকের বেশি অংশ জুড়ে চলছে ম্যানহোল(Manhole) বসানোর প্রক্রিয়া। যার জেরে ভোগান্তি বাড়ছে চাকরিজীবী থেকে নিত্যযাত্রীদের। বাড়ছে দুর্ঘটনার প্রবনতা।

 

কলকাতা ও উত্তরশহরতলী সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ রাস্তা ব্যারাকপুর ট্রাঙ্ক রোড। প্রত্যেক দিন বরানগর কাছে আসতেই শ্লথ হচ্ছে গাড়ির গতি। অফিসের সময় থেকে অফিস ফেরার পথে যাত্রীদের পোহাতে হচ্ছে যানজটের যন্ত্রনা। মাঝে মধ্যেই তাতে আটকে পড়ছে অ্যাম্বুলেন্স। বিটি রোড কে এড়িতে অনেকে তাই বেছে নিচ্ছে সমান্তরলা ভাবে চলা পার্শ্ববর্তী গোপাল লাল ঠাকুর রোড । ফলে সেই রাস্তাও বাড়ছে গাড়ির চাপ।

 

 

পেশায় গাড়ি চালক অরুন মণ্ডল-এর দাবি, মাস দুয়েক রাস্তা খোড়ার কাজ চলছে। রাস্তার উপর যাতে জল না জমে তাই টিবিন রোড থেকে ডানলপ পর্যন্ত চলছে বিটি রোডের উপর ম্যানহোল বসানোর কাজ। চওড়া রাস্তা খুঁড়ে ছোট করে দেওয়ার পরে বাড়ছে গাড়ির লম্বা লাইন। আবার মাঝেমধ্যেই ঘটে যাচ্ছে দুর্ঘটনা। অফিস টাইম অথবা সন্ধ্যের দিকে ট্রাফিক পুলিশের দেখা গেলেও বাকি সময় তাদের আর দেখা মেলে না এমনটিই অভিযোগ করেন তিনি।

 

অফিস ফেরত বাইক আরোহী দেবাশীষ বিশ্বাস বলেন, রাস্তায় কাজ হওয়ার ফলে প্রায়ই যানজটে আটকে পড়তে হয়। সরু রাস্তা হয়ে যাওয়ায় প্রাণের ঝুঁকি অনেকটাই বেড়ে গেছে।

 

 

ঘটনা প্রসঙ্গে বরানগর পুরসভার পুরপারিষদ সদস্য অঞ্জন পাল এক কথায় পথ চলতি মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে নিয়ে বলেন,  ‘একটু বর্ষাতেই বরানগরের পূর্ব প্রান্তে থাকা ঘোষপাড়া, মল্লিক কলোনি, অশোকগর অঞ্চল গুলি প্লাবিত হত। গত ৩৪ বছর বাম আমলে বিটি রোডের নিচে থাকা নর্দমা ডিসিলটিং(Desilting)করা হয়নি। তবে বর্তমান রাজ্য সরকারের পক্ষ থেকে কেএমডিএ(KMDA) ও বরানগর পুরসভার সহযোগিতায় ডিসিলটিং এর জন্য ৩কোটির বেশি টাকা বরাদ্দ হয়েছে। পাশাপাশি বিটি রোডের ম্যানহোল(Manhole) গুলি রাস্তার থেকে অনেক নীচে নেমে আসায় ৫৫টি ম্যানহলের মধ্যে আপাতত সংস্কার করা সম্ভাব হয়েছে ২৫টি । এই সংস্করণের ফলে বিটি রোডের উপর যানচলাচলের সম্যসা হচ্ছে । তবে কাজটি সম্পূর্ণ হলে স্থায়ী ভাবে জল যন্ত্রনা থেকে মুক্তি পাবে বরানগরবাসী থেকে পথ চলতি মানুষ। কাজটি যাতে দ্রুত শেষ হয় সেই দিকেও নজর রাখা হয়েছে।’

 

তবে সমস্যা হলেও কিছু মানুষ বলছেন সমস্যা সমাধান হতে গেলে এতটুকু সম্যসা তো মানিয়ে নিতেই হবে। কবে আবার স্বাভাবিক ছন্দে ফিরবে চেনা রাস্তা, নিত্যযাত্রীরা এখন শুধু সেই দিকেই তাকিয়ে।

- Ad -

Latest articles

Google search on Mahakumbh: মহাকুম্ভে সারা বিশ্বের চোখ, গুগল সার্চের মাধ্যমে তথ্য খুঁজছে; শীর্ষে এই মুসলিম দেশ

ভারতীয় সংস্কৃতি ও পরিচয়ের প্রতীক কুম্ভ মেলা (Google search on Mahakumbh) এখন আর ভারতের...

Indian Navy: সমুদ্রে নামল ভারতের তিন যোদ্ধা! আইএনএস সুরাত, নীলগিরি এবং ওয়াঘশির দেশকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার মুম্বাইয়ের ভারতীয় নৌবাহিনীর (Indian Navy) ডকইয়ার্ডে পৌঁছন। তিনি ভারতীয় নৌবাহিনীর...

Ravichandran Ashwin: “আমি আরও খেলতে পারতাম কিন্তু…”, অবসরের পেছনের পুরো সত্যটা প্রকাশ করলেন অশ্বিন

বর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার কাছে ১-৩ ব্যবধানে হেরেছে ভারত। এই সফরে ভারতীয় খেলোয়াড়দের পারফরম্যান্স ছাড়াও...

Record Tourist in Goa: গোয়ার পর্যটন তথ্য প্রকাশ্যে আসতেই ভেস্তে গেল চীনের অপপ্রচার

গোয়ায় রেকর্ড পরিমাণ পর্যটক (Record Tourist in Goa) আগমনের খবর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর...

More like this

Google search on Mahakumbh: মহাকুম্ভে সারা বিশ্বের চোখ, গুগল সার্চের মাধ্যমে তথ্য খুঁজছে; শীর্ষে এই মুসলিম দেশ

ভারতীয় সংস্কৃতি ও পরিচয়ের প্রতীক কুম্ভ মেলা (Google search on Mahakumbh) এখন আর ভারতের...

Indian Navy: সমুদ্রে নামল ভারতের তিন যোদ্ধা! আইএনএস সুরাত, নীলগিরি এবং ওয়াঘশির দেশকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার মুম্বাইয়ের ভারতীয় নৌবাহিনীর (Indian Navy) ডকইয়ার্ডে পৌঁছন। তিনি ভারতীয় নৌবাহিনীর...

Ravichandran Ashwin: “আমি আরও খেলতে পারতাম কিন্তু…”, অবসরের পেছনের পুরো সত্যটা প্রকাশ করলেন অশ্বিন

বর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার কাছে ১-৩ ব্যবধানে হেরেছে ভারত। এই সফরে ভারতীয় খেলোয়াড়দের পারফরম্যান্স ছাড়াও...