অনার কিলিং নিয়ে ছবি বানিয়ে বিপাকে রাম গোপাল ভার্মা

খবর এইসময়, নিউজ ডেস্কঃ দক্ষিণী সিনেমা জগতের এক বহুল পরিচিত পরিচালক হলেন রাম গোপাল ভার্মা। ২০১৮ সালের একটি  অনার কিলিং ঘটনা নিয়ে ছবি বানিয়েছেন পরিচালক রাম গোপাল ভার্মা। আর সেই ছবির কারণেই এবার আইনের বিপাকে পড়লেন পরিচালক। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে তেলেঙ্গানায়।

তেলেঙ্গানার মিরয়ালাগুরাতে শনিবার এই অভিযোগ দায়ের করা হয়েছে। ১৫৩ এ এবং এসসি এসটি পিওএ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ২০১৫ অনুসারে রাম গোপালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুধু পরিচালক রাম গোপালই নন, ছবির প্রযোজকের নামেও মামলা হয়েছে। গত মাসেই আদালতের কাছে আবেদন করেছিলেন বালাস্বামী।

যেই ঘটনার উপর ভিত্তি করে সিনেমা তৈরি হয়েছিল। সেই ঘটনায় মৃত ছেলের এই অভিযোগ দায়ের করেছেন। প্রণয় নামের ওই ছেলেটির বাবা বালাস্বামী আদালতের কাছে আবেদন করেছিলেন যে, যে ঘটনার এখনও শুনানি আদালতে চলছে এবং যার সত্যতা এখনও প্রমাণ হয়নি তা নিয়ে ছবি তৈরি করা যায় না। পুলিশের কাছে পরে আদালত এই পর্যবেক্ষণ জানায় এবং বালাস্বামীর কথা অনুযায়ী হায়দরাবাদে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি। এমনকী ওই ব্যক্তির আরও অভিযোগ, তাঁদের কাছ থেকে কোনও অনুমতি না নিয়েই রাম গোপাল ভার্মা পরিবারের লোকেদের ছবি ব্যবহার করেছেন সিনেমায়।

উল্লেখ্য, ২০১৮ সালে প্রণয় মারা যান। তথাকথিত উঁচু জাতের মেয়েকে বিয়ে করার দায়েই তাঁকে মরতে হয়েছিল তাঁকে। এই ঘটনায় প্রণয়ের শ্বশুর অভিযুক্ত ছিলেন। এ বছরেই ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন।

প্রসঙ্গত, বিভিন্ন ইস্যুতে মুখ খোলেন এবং বিতর্কের জন্ম দেন তিনি। এবার ছবি বানিয়েও শান্তি পেলেন না।

Google news