Copa America Final: চরম বিশৃঙ্খলা। নির্ধারিত সময়ের প্রায় ৮০ মিনিট দেরিতে শুরু হল ফাইনাল

কোপা আমেরিকার ফাইনাল (Copa America Final) ঘিরে উত্তেজনার পারদ একেবারে তুঙ্গে। ভারতীয় সময় অনুসারে সোমবার ভোর ৫.৩০ মিনিটে শুরু হওয়ার কথা ছিল কোপা আমেরিকার ফাইনাল। মায়ামির হার্ড রক স্টেডিয়ামের বাইরে তরতর করে বেড়েই চলেছিল দর্শকসংখ্যা। ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ আগে স্টেডিয়ামের বাইরে বিশৃঙ্খলা তৈরি হয়। দর্শকদের ভিড় সামলাতে হিমশিম খায় পুলিশরা। ব্রিটিশ সংবাদমাধ্যম অনুযায়ী, টিকিট না থাকা দর্শকরা স্টেডিয়ামে প্রবেশ করতে চাইলেই বাধে বিপত্তি। নির্ধারিত সময়ে ম্যাচও শুরু করা হয়নি। প্রায় ৮০ মিনিট দেরিতে ফাইনালের বল মাঠে গড়ায়।

দুদলের ফুটবলাররা অবশ্য সঠিক সময়েই স্টেডিয়ামে উপস্থিত হন। মাঠে নেমে গা গরম করতে দেখা যায় লিও মেসিদের। কিন্তু দর্শক বিশৃঙ্খলায় ম্যাচই শুরু করা যায়নি। অবশেষে নির্ধারিত সময়ের প্রায় ৮০ মিনিট পরে  শুরু হয় আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল(Copa America Final)। নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পরে কোনও ফাইনাল ম্যাচ শুরু হচ্ছে, এমন ঘটনা স্মরণকালের মধ্যে হয়নি।
যদিও মেসি-হামেস লড়াই নিয়ে উত্তেজনা তুঙ্গে। শেষ হাসি কার জন্য তোলা থাকবে, তা দেখতে মুখিয়ে ফুটবলপাগলরা।

শেষ পাওয়া খবর অনুসারে আক্রমণ এবং প্রতি আক্রমণ হচ্ছে। তবে কোনও দলই প্রথমার্ধে গোল করতে পারল না। আর্জেন্টিনার থেকে কলম্বিয়া সুযোগ তৈরি করেছে বেশি। কিন্তু বল জালে জড়াতে পারেনি। আর্জেন্টিনা প্রচুর মিস্‌ পাস করেছে। বলও দখলে রাখতে পারছে না সে ভাবে। চোট পেয়েছিলেন প্রথমার্ধেই। দৌড়তে গিয়ে আবার পুরনো জায়গাতেই চোট পেলেন মেসি। মাঠ ছাড়তে হল আর্জেন্টিনার অধিনায়ককে।

Google news