Copa America: কোপায় আসতে চলেছে গোলাপী কার্ড! জানুন এর ব্যবহার

copa card

লাতিন আমেরিকার ফুটবলের সবচেয়ে বড় আসর কোপা আমেরিকায় (Copa America) এবারে লাল ও হলুদের পাশাপাশি দেখা যাবে গোলাপী কার্ড। ২০ জুন থেকে শুরু হতে যাওয়া কোপা আমেরিকার ৪৮তম আসরে এই নতুন নিয়মের সংযোজন করতে চলেছে লাতিন আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। আর ফুটবলের আইন প্রণয়ন সংস্থা আইএফএবি এই কার্ডের অনুমোদন দিয়েছে।

ফুটবল মাঠে খেলোয়াড়দের শাস্তি দেয়ার জন্য ব্যবহার করা হয় লাল ও হলুদ কার্ড। তবে নতুন আসতে যাওয়া গোলাপী কার্ডের ব্যবহার হবে ভিন্ন কারণে। ম্যাচে কোনও খেলোয়াড় যদি মাথায় চোট পান কিংবা কনকাশনের ফলে তাকে বদলি করতে হয় তখন রেফারি প্রদর্শন করবেন এই গোলাপী কার্ড।

যদি কোনও খেলোয়াড়কে কনকাশন সাব করতে হয় তখন ওই দলের কোচ এ ব্যাপারে রেফারি বা চতুর্থ রেফারিকে জানাবেন। উপযুক্ত মনে করলে মাঠে থাকা রেফারি গোলাপি কার্ড দেখিয়ে এই ব্যাপারে অনুমোদন দেবেন।

গোলাপি কার্ড চালু হবার ফলে মাঠের দুদলই বেশ কিছু সুবিধা পাবে। এক্ষেত্রে ৫ জনের বদলে ৬ জনকে বদলি হিসেবে ব্যবহার করা যাবে। কোনও দল কনকাশনের মাধ্যমে খেলোয়াড় বদলি করলে বিপক্ষ দলও অতিরিক্ত একজন বদলি করতে পারবে। তবে সেক্ষেত্রে ওই দলের কনকাশন বদলিই হতে হবে এমন কোনো নিয়ম নেই। এই কার্ড ব্যবহার করে কোনও খেলোয়াড় পরিবর্তিত হলে সে আর ওই ম্যাচে মাঠে নামতে পারবে না। এছাড়া এবারই প্রথম কোপা আমেরিকায় ম্যাচ পরিচালনায় মাঠে দেখা যাবে মহিলা রেফারি।

Google news