নিজস্ব প্রতিনিধি,নদিয়াঃ ব্লকের একটি স্কুলে কোয়ারেন্টাইনে থাকা এক মহিলা সহ দুজনের রিপোর্ট শনিবার পজিটিভ আশায় নবদ্বীপ বিধানসভা এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১১জন। নবদ্বীপ পুরসভার ১ ওয়ার্ডে ১জন, ১৮ নম্বর ওয়ার্ডে ১জন এবং ২০ নম্বর ওয়ার্ডে ২ জন। মোট পুরএলাকায় ৪ জন এবং পঞ্চায়েত এলাকায় ৭ জন। নবদ্বীপ বাবলারি গ্রাম পঞ্চায়েত এলাকায় তিন মাসের শিশু সহ ৫ জন, ফকিরডাঙ্গা ঘোলাপাড়া গ্রাম পঞ্চায়েতের মাহাতোপাড়ায় ১জন এবং মাজদিয়া পানশীলা গ্রাম পঞ্চায়েতের ১ জন।সম্প্রতি নবদ্বীপ ব্লকের মুকুন্দপুরের ভাদুরীপাড়ায় দুই মহিলা হরিয়ানা থেকে ফিরেছিল। হরিয়ানায় পরিযায়ী শ্রমিকের কাজ করেন ওই দুই মহিলার স্বামী। মুকুন্দপুর জুনিয়র হাইস্কুলে কোয়ারেন্টাইন সেন্টারে থাকাকালীন তাদের লালারস সংগ্রহ করা হয়। এরপর ওই দুই মহিলা বাড়ি ফিরে যায়। রবিবার একজনের রিপোর্ট পজিটিভ আসে। সূত্র মারফত জানা যায় রবিবার রিপোর্ট পজিটিভ আসার পর পুনরায় ওই মহিলা কোয়ারেন্টাইন সেন্টারে ফিরে যায়।
এদিন নবদ্বীপ পুরসভার দন্ডপানিতলাঘাট মোড়ের ফ্লাড সেন্টার থাকা অন্ধপ্রদেশ থেকে ফিরে আসা এক শ্রমিকেরও রিপোর্ট পজিটিভ আসে। সূত্র মারফত জানাগেছে চলতি মাসের ১৬ তারিখে অন্ধ্রপ্রদেশ থেকে ওই বয়স্ক পরিযায়ী শ্রমিক নবদ্বীপ আসে। এরপর ১৭ তারিখে তার লালারস সংগ্রহ করা হয়।২০ তারিখে স্বাস্থ্য দপ্তরের জানায় কোয়ারেন্টাইনে থাকা বছর ৫৬ র ওই ব্যক্তির রিপোর্ট পজিটিভ। শনিবার আক্রান্ত দুজন কেই কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তবে ইতিমধ্যে নবদ্বীপ বিধানসভা এলাকার এক মহিলা সহ দু’জন কোভিড আক্রান্ত চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে।