Kalpataru Utsav: কল্পতরুর উৎসব উপলক্ষে দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়

 

 

পল্লব হাজরা, দক্ষিণেশ্বর: নববর্ষের আজকের দিনটি শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ভক্তরা কল্পতরু উৎসব হিসেবে পালন করেন। আজকের দিনে কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন ঠাকুর রামকৃষ্ণ দেব। ১৮৮৬সালে ১লা জানুয়ারি থেকে দিনটি কল্পতরু দিবস যা পরে কল্পতরু উৎসবে পরিণত হয়েছে। কথিত আছে ঠাকুরে কাছে এদিন মনস্কামনা জানালে তা পূরণ হয়।

রবিবার ভোর রাত থেকেই ভক্ত সমাগম হয় কাশীপুর উদ্যানবাটিতে। পাশাপাশি ঠাকুর রামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত দক্ষিণেশ্বর মন্দিরেও ভক্তদের লম্বা লাইন চোখে পড়ে। রাজ্যের পাশাপাশি ভিন্ন রাজ্য থেকেও ভক্ত সমাগম ঘটে দক্ষিণেশ্বরে। ফুল ফল মিষ্টি নিয়ে এদিন বহু পূর্ণার্থীদের অপেক্ষা করতে দেখা যায় মন্দির চত্বরে।

নিরাপত্তা ব্যবস্থা ক্ষতিয়ে দেখতে প্রশাসন ছিল তৎপর। ড্রোনের মাধ্যমে মন্দির এলাকায় চলে নজরদারি ।

Google news