Weather: শরৎ-এর আকাশে কালো মেঘের ঘনঘটা। ৪৮ ঘন্টায় ভাসতে চলেছে বঙ্গ!

 

 

 

পল্লব হাজরা, কলকাতা: সকাল থেকেই কালো মেঘে মুখ ঢেকেছে তিলোত্তমা। কোথাও নাগাড়ে আবার মাঝারি বৃষ্টিপাতে সমানে ভিজে চলেছে উৎসবের দিনগুলি । আলিপুর হাওয়া অফিস সূত্রের খবর ১৯ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চল জুড়ে চলবে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে।

 

 

বর্তমানে যার অবস্থান পশ্চিম উড়িষ্যা উপকূল। যার জেরে আগামী ৪৮ ঘণ্টায় উত্তর সহ দক্ষিণবঙ্গে সম্ভাবনা বাড়ছে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের। উপকূলবর্তী জেলাগুলির মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভবনা থাকবে অনেকটাই বেশি। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী ও মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। নিম্নচাপের ফলে কিছুটা তাপমাত্রা কমবে জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের সাথে সাথে আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত শুরু হবে উত্তরবঙ্গে। জলপাইগুড়ি আলিপুরদুয়ার বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকলেও দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও মালদহে বিক্ষিপ্তভাবে ভারী ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জোড়ালো হচ্ছে।

 

আজ ও আগামীকাল মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  এ রাজ্যে পাশাপাশি ঝাড়খণ্ড উড়িষ্যা মনিপুর ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চলবে নিম্নচাপের দাপট।

Google news