Dunlop: অটোচালকদের উপর ট্রাফিক পুলিশের জুলুমের অভিযোগে প্রতিবাদ ডানলপে, সমস্যায় নিত্যযাত্রী

বরানগর মেট্রো স্টেশনের সামনে ডানলপ (Dunlop) অটোস্ট্যান্ড থাকায় তা সরিয়ে দেয় পুলিশ। যার জেরে কমতে থাকে যাত্রী সংখ্যা। ফলে ক্ষোভে ফেটে পড়ে অটোচালক। ডানলপ( Dunlop) ট্রাফিক গার্ডের অফিস ঘিরে চলে ব্যাপক বিক্ষোভ…..

পল্লব হাজরা, বরানগর: অটো স্ট্যান্ড সরানোর নিয়ে শনিবার রীতিমতো রণক্ষেত্রের আকার নেয় ডানলপ(Dunlop) মোড়। ট্রাফিক পুলিশের বিরুদ্ধে প্রতিবাদে পথে নামে ব্যারাকপুর ডানলপ (Dunlop), ডানলপ সিঁথির মোড়ে অটোচালকরা। যার জেরে স্তব্ধ হয়ে যাওয়ায় বি টি রোড।চালকরা অটো বন্ধ করে দেওয়ায় সপ্তাহান্তে রীতিমতো অটো না পেয়ে বিপাকে পড়ে নিত্যযাত্রীরা।

চালকদের অভিযোগ, বরানগর মেট্রো স্টেশনের সামনে অটোস্ট্যান্ড থাকায় তা সরিয়ে দেয় পুলিশ। যার জেরে কমতে থাকে যাত্রী সংখ্যা। ফলে ক্ষোভে ফেটে পড়ে অটোচালক। ডানলপ (Dunlop) ট্রাফিক গার্ডের অফিস ঘিরে চলে ব্যাপক বিক্ষোভ। বিক্ষুব্ধ অটোচালক তৃণাঙ্কুর মিত্রর দাবি, বরানগর স্টেশনের সামনে ব্যারাকপুর ডানলপ, ডানলপ সিঁথির মোড় একাধিক রুটের অটোস্ট্যান্ড। তবে বর্তমান ট্রাফিক কর্তা সেই স্ট্যান্ড সরিয়ে দিয়েছেন। যার জেরে সমস্যায় ২০০ বেশি অটোচালক। তাদের দাবি অবিলম্বে আগের স্ট্যান্ডে অটো রাখতে দিতে হবে। দাবি না মানলে আরও বৃহত্তর আন্দোলনের পথে এগোবে চালকরা।

এদিকে ট্রেন থেকে নেমে অটো না পেয়ে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। বরানগর মেট্রো স্টেশন হওয়ায় শুধুমাত্র বরানগরই নয় ব্যারাকপুর, খড়দহ এমনকি সোদপুরের মানুষজনেরাও এখন নিত্য যাতায়াত করেন এই বরানগর মেট্রোয়,ফলে এদিনের হঠাৎ করে অটো চালকদের বিক্ষোভের মুখে পরে সমস্যায় পড়তে হয় নিত্য যাত্রীদের।  সোদপুরের বাসিন্দা অনিমেশ বসু জানান, ফুটপাত ধরে একটু এগিয়ে গেলেই স্টেশনের সামনে ডানলপ (Dunlop) ব্রিজের নিচ থেকে আগে অটো ধরে জেতাম তাতে সুবিধা হতো। তবে এখন হেঁটে রাস্তা পার করে যেতে হবে অনেকটা। সেখানে ঝুঁকি কম নয়। আজ অটো স্তব্ধ হয়ে যাওয়ায় বাড়ি ফিরতে  অনেকটাই সমস্যা হচ্ছে। যদিও বেশ কিছু সময় অবরোধে চললেও পুলিশি হস্তক্ষেপে পরে তা উঠে যায়। ধীরে ধীরে স্বাভাবিক হয় বিটি রোডের উপর যানচলাচল।

Google news