Eastern Railway: সপ্তাহের শেষে কি ফের রেল ভোগান্তি? কী জানাল রেল

মধ্যমগ্রাম এবং বিরাটি স্টেশনের মাঝে সেতু মেরামতির কাজ বাতিল করল রেল (Eastern Railway)কর্তৃপক্ষ। তাই আজ ও কাল শিয়ালদহ ডিভিশনের দমদম ও বারাসাত শাখায় লোকাল ট্রেনের সময়সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না।

শুক্রবার এই বিজ্ঞপ্তি জারি করে পূর্ব রেল কর্তৃপক্ষ (Eastern Railway)। এর আগে রেলের তরফে জানানো হয়, মধ্যমগ্রাম ও বিরাটি স্টেশনের মাঝে রেল সেতুতে মেরামতির কাজের জন্য পাওয়ার ব্লক করা হবে। তবে কী কারণে সিদ্ধান্ত বদল, তা স্পষ্ট করেনি পূর্ব রেল কর্তৃপক্ষ।

রেলের তরফে জানানো হয়েছে, আপাতত ট্রেন বাতিল করা হচ্ছে না। শিয়ালদহ শাখার দমদম জংশন-বারাসাত বিভাগে মধ্যমগ্রাম এবং বিরাটির মধ্যে ২৯ তারিখ রাত থেকে পাওয়ার ব্লক রাখার কথা জানানো হয়েছিল। সেই কারণেই আপ-ডাউন মিলিয়ে বেশ কিছু লোকাল ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছিল।

শনিবার বনগাঁ-শিয়ালদহ, হাসনাবাদ-শিয়ালদহ লোকাল বাতিল হওয়ার কথা ছিল। এছাড়া রবিবার হাসনাবাদ-শিয়ালদহ, বনগাঁ-শিয়ালদহ, দত্তপুকুর-শিয়ালদহ, লক্ষ্মীকান্তপুর-নামখানা, মাঝেরহাট-লক্ষ্মীকান্তপুর, বনগাঁ-মাঝেরহাট, হাবড়া-শিয়ালদহ, বিবিডি বাগ-কৃষ্ণনগর সিটি, মাঝেরহাট-বারাসাত, মাঝেরহাট-মধ্যমগ্রাম, বারাসত-বনগাঁ, বারাসত-শিয়ালদহ ও বারাসত-দত্তপুকুর লোকাল বাতিল হওয়ার কথা ছিল। রেলের ঘোষণা অনুযায়ী কোনও ট্রেনই বাতিল হচ্ছে না।

অন্যদিকে , দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া- খড়গপুর ডিভিশনের আন্দুল স্টেশনে প্রি নন ইন্টারলকিং এবং নন ইন্টারলকিং কাজের জন্য লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে। এর ফলে যাত্রী দুর্ভোগের আশঙ্কা দেখা দিয়েছে। শনি থেকেই ২৪০ টি ট্রেন বাতিল করা হচ্ছে। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ জানান, শনিবার থেকে আন্দুল স্টেশনে কাজ শুরু হবে। আন্দুল স্টেশনে জরুরি কাজের জন্য মোট ২০২ টি লোকাল ট্রেন, ৩৮ টি দূরপাল্লার ট্রেন বাতিল থাকবে। এছাড়াও দূরপাল্লার ১৭ টি ট্রেনকে অন্য রুটে নিয়ে যাওয়া হবে। ১০ টি ট্রেনের সময় সূচি পরিবর্তন করা হয়েছে।

Google news