Engineer Couple: বিয়ে করার টাকা না থাকায় চুরির পথে নামলেন ইঞ্জিনিয়ার যুগল

প্রতীকী ছবি।

খবরএইসময় ডেস্ক :  দু’জনেই ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক। তাঁদের পরিচয় হয় ইনস্টাগ্রামে । সেখান থেকেই একে অপরের প্রেমে পড়েন ওই যুবক যুবতী। ইতিমধ্যেই বিয়ে করার সিদ্ধান্তও নিয়েছেন। কিন্তু চাকরি পাননি।  বিয়ে করতে গেলে তো টাকার প্রয়োজন। সেই প্রয়োজন মেটাতে চুরির পথে নেমেছিলেন ওই যুগল। এক বৃদ্ধার বাড়িতে চুরি করতে ঢুকে স্থানীয় বাসিন্দাদের হাতে ধরাও পড়েছেন তাঁরা। তার পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তাঁদের। পুলিশ তাঁদের গ্রেফতার করেছে। সম্প্রতি এমনই এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে তামিলনাড়ুর কোয়েমবাতুরে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক এবং যুবতীর নাম এ দিনেশ কুমার (২৩) এবং ডি সেনবাগাবল্লি (২৪)। গত ১২ অগস্ট বিকালে রাজাম্মল এলাকার বাসিন্দা  আর পেরিয়া রায়াপ্পান নামে বছর ৭৬ এর এক বৃদ্ধর বাড়িতে ঢোকেন ওই ইঞ্জিনিয়ার যুগল। সে সময় ঘরে একাই ছিলেন ওই বৃদ্ধ। বাড়িতে ঢুকেই ওই বৃদ্ধের কাছে জল খেতে চান তাঁরা।

 জল আনতে গেলেই দড়ি দিয়ে বেঁধে ফেলেন ওই বৃদ্ধকে। তার পর তাঁকে নিগ্রহ করে বাড়িতে থাকা নগদ ১৮০০ টাকা এবং ১৮ গ্রাম সোনা চুরি করেন ওই যুগল। সে সময়ই ওই বৃদ্ধের ছেলে কাজ থেকে বাড়িতে চলে আসেন। বাড়ির ভিতর যুগলের ওই কাণ্ড দেখে প্রতিবেশীদের খবর দেন তাঁর ছেলে।

স্থানীয় বাসিন্দারা এসেই পাকড়াও করে এবং মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, এর আগেও একটি চুরি করেছিলেন ওই যুগল। ৪ অগস্ট একই কায়দায় এক বৃদ্ধ যুগলের বাড়িতে চুরি করতে ঢুকেছিল তাঁরা। মুল্লাইনগর থেকে নগদ ২৮ হাজার টাকা এবং মোবাইল ফোন নিয়ে ছিলেন। ধরা পড়ার পর পুলিশি জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে। বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। বিয়ের টাকার জন্যই এই কাজ করেছেন বলে জানিয়েছেন তাঁরা।

Google news