Baranagar:ক্যারাটে, জিমন্যাস্টিক সহ আগ্নেয়াস্ত্রের প্রদর্শন বরানগরে

পল্লব হাজরা, বরাহনগর: বর্তমান সময়ে দাঁড়িয়ে ক্রমশই বেড়ে চলেছে নারী নির্যাতনের মতো বিভিন্ন সামাজ বিরোধী কার্যকলাপ। লেখাপড়ার সাথে সাথে বিদ্যালয় গুলিতে নিয়মিত ভাবে প্রশিক্ষণ চলে আত্মরক্ষার কৌশলের উপর। শনিবার বিকেলে বনহুগলি কল্যাণ সংঘ ও স্বামী বিবেকানন্দ ক্যারাটে একাডেমির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় ক্যারাটে জীবন্যাস্টিক প্রদর্শনী। এদিন একই সাথে বি এস এফ এর সহযোগিতা অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র প্রদর্শিত হয় সংঘের ময়দানে।

একদিন ব্যাপি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাহনগর বিধানসভার বিধায়ক তাপস রায়, বরাহনগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মৌলিক , বরাহনগর পুরসভার মেয়র পারিষদ অঞ্জন পাল সহ বি এস এফ এর উচ্চপদস্থ কর্তা।ক্যারাটের প্রদর্শনির সাথে সাথে রাইফেল, এল এম জি, মেশিন গান মতো অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র দেখার বাড়তি উৎসাহ ছিল সাধারণ মানুষের মধ্যে।

কল্যাণ সংঘের অন্যতম কর্মকর্তা সুমন দাস জানান কল্যাণ সংঘ ও স্বামী বিবেকানন্দ ক্যারাটে একাডেমির যৌথ উদ্যোগে প্রতি বছর এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া বি এস এফ এর সহযোগিতায় অস্ত্র প্রদর্শন হয়ে থাকে। এই বছর পঞ্চম বর্ষে যা পদার্পণ করল। আজকাল কার দিনে মহিলাদের আত্মরক্ষা খুবই প্রয়োজন সেই দিক থেকে সচেতনতা বৃদ্ধির জন্য এই প্রয়াস।

বরাহনগর অঞ্চলে বেশ কিছু বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ভবিষ্যতেও তারা এই ধরনের অনুষ্ঠান মানুষের সামনে তুলে ধরবেন বলে ইচ্ছে প্রকাশ করেন।

Google news