কেশিয়াড়িতে বাজি কারখানায় বিস্ফোরণ, আহত ২

নিজস্ব প্রতিনিধি,পশ্চিম মেদিনীপুর:  বাজি কারখানায় বিস্ফোরণে গুরুতর জখম হলেন দু’জন। পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ির আনাড় এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা পুলিন জানার বাড়িতে বাজি তৈরির কারখানা চলত।

বুধবার সকালে দু’জন বাজি বানানোর সময় আচমকা কোনও ভাবে আগুন লেগে যায় বারুদে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের জেরে বাড়ির পাকা দেওয়াল ভেঙে যায়। উড়ে যায় টিনের চালা। আহত দু’জনকে প্রথমে কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে আনলে চিকিৎসক খড়্গপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন।

আহত হয়েছেন কানাই কর, রতন কর। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বাজি তৈরির কারখানা বন্ধের দাবি তুলেছেন এলাকার মানুষ। ঘটনাস্থলে পৌঁছয় কেশিয়াড়ি থানার পুলিশ। খড়্গপুর থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে৷