Falaknama Express: অল্পের জন্য বড়সড় ট্রেন দুর্ঘটনা থেকে রেহাই ফলকনামা এক্সপ্রেস,তীব্র চাঞ্চল্য বেলদা স্টেশন চত্বরে

নিজস্বপ্রতিনিধ,পশ্চিম মেদিনীপুরঃ অল্পের জন্য বড়সড় ট্রেন দুর্ঘটনা থেকে বেঁচে গেল ফলকনামা এক্সপ্রেস । সেকেন্দ্রাবাদ থেকে হাওড়া গামী ফলোকনামা এক্সপ্রেসে’ হঠাৎই তিনটি বগি আলাদা হয়ে যায় । অল্পের জন্য রক্ষা পেয়ে যায় যাত্রীরা।

শনিবার দুপুর নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা স্টেশনের কাছে কাছে এই ঘটনাটি ঘটেছে । ঘটনায় জানা গিয়েছে ২৫ টি বগির মধ্যে তিনটি বগি আলাদা হয়ে যায় । ঘটনায় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর প্রায় ৪০ মিনিটের কাছাকাছি ট্রেনটি দাঁড়িয়ে যায় বেলদা স্টেশনের কাছেই। যদিও পরবর্তী ক্ষেত্রে ওই আলাদা হয়ে যাওয়া বগি গুলোকে একসাথে জুড়ে ফের রওনা দিয়েছে ফলকনামা এক্সপ্রেস। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি ।

Google news