পল্লব হাজরা, হাওড়া: দাউদাউ করছে জ্বলছে আগুন। কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ। শুক্রবার সাড়ে ১১টায় বেলুড়ের(Belur) একটি প্লাস্টিকের গুদামে(Plastic warehouse) আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ৩৩ কাশী মণ্ডল লেন(Kashi Mondal lane) অঞ্চলে। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা প্লাস্টিক গুদামে। ঘনবসতিপূর্ণ অঞ্চল হওয়ায় আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা। এলাকার বাসিন্দাদের তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ৪ টি ইঞ্জিন(Fire tender)। আগুন নিয়ন্ত্রণে আনতে পরবর্তী সময়ে আসে আরও ১ ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা ও বাতাসের প্রভাবে আগুন নিভাতে বেশ কিছুটা বেগ পেতে হয় দমকল কর্মীদের। বেশ কয়েক ঘন্টা পর আগুন বাগে আনতে সক্ষম হন দমকল বাহিনী।
স্থানীয় সূত্রে খবর বিপুল পরিমাণে প্লাস্টিক মজুত ছিল কারখানায়। আগুন লাগার সময় কর্মরত ছিল শ্রমিকরা। আগুন লাগলে শ্রমিকরা নিরাপদে বেরিয়ে আসে। তবে গুদামে ক্ষয়ক্ষতি পরিমাণ অনেকটাই।
প্রাথমিক ভাবে বৈদ্যুতিক ত্রুটি মনে হলেও ঠিক কি কারণে এই আগুন তা খতিয়ে দেখছে দমকল সহ বেলুড় থানার পুলিশ।