তেলেঙ্গানায় বিদ্যুৎকেন্দ্রে আগুন, আটকে পড়েছেন ৯ ইঞ্জিনিয়ার

খবরএইসময়,নিউজ ডেস্কঃ বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তেলেঙ্গানার একটি হাইড্রোইলেকট্রিক পাওয়ার স্টেশনে৷আগুন লেগেছে শ্রীসাইলম পাওয়ার স্টেশনে।অগ্নিকাণ্ডের সময় ভেতরেই ছিলেন ১৭ জন৷ তাদের মধ্যে ৮ জন কোনওরকমে নিরাপদে বেরিয়ে আসতে পারলেও ভেতর এখন আটকে রয়েছেন ৯ জন কর্মী৷

ইলেকট্রিক প্যানেল থেকে এই আগুন ছড়িয়েছে। বিদ্যুৎকেন্দ্রের শীর্ষ আধিকারিকদের সঙ্গে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী জগদীশ্বর রেড্ডি। খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছয় দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ এখনও চলছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ৷ কিন্তু ধোঁয়ার কারণে উদ্ধারকার্য চালাতে অসুবিধায় পড়তে হচ্ছে দমকলবাহিনীর৷ আগুনের তীব্রতা এতটাই বেশি যে প্ল্যান্ট ও তার আশেপাশের এলাকা ঘন কালো ধোঁয়া ঢেকে গিয়েছে৷

প্রাথমিক তদন্তে অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লাগার ঘটনা ঘটে৷ মন্ত্রী জগদীশ রেড্ডি জানান, পাওয়ার স্টেশনের প্রথম ইউনিটে দুর্ঘটনাটি ঘটে৷ অগ্নিকাণ্ডের জেরে চারটি প্যানেল নষ্ট হয়ে গিয়েছে৷ ঘন ধোঁয়ার কারণে উদ্ধারকার্য চালাতে অসুবিধা হচ্ছে দমকলের৷

এনডিআরএফের কর্মীরা তিন বার চেষ্টা করেও টানেলে প্রবেশ করতে পারেনি। তবে ধোঁয়া পুরো বেরিয়ে গেলে টানেলে ঢোকা যাবে এই আশা করছে উদ্ধারকর্মীরা। যাদের বাইরে আনা হয়েছে, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চেকআপের জন্য। এদের মধ্যে কেউ আশঙ্কাজনক নন। কিন্তু যারা ভিতরে আছেন, তাদের শারীরিক অবস্থা কেমন, সেটি কেউ জানেন না।

Google news