Arrest Imran Khan: গ্রেফতার প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান! সমর্থকের বিক্ষোভের আগুনে জ্বলছে ইসলামাবাদ

 

আন্তর্জাতিক ডেস্কঃ মঙ্গলবার একটি জমি কেলেঙ্কারি মামলায় পুলিশের জালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার সকালে ইসলামাবাদ হাইকোর্টের সামনে আসতেই ইমরান কে ঘিরে ফেলে পাক রেঞ্জার বাহিনী।গ্রেফতার করে তাকে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানে। ঘটনার জেরে আদালত চত্বরে ইমরানের সমর্থকদের সাথে পাক রেঞ্জারদের সংঘর্ষ বেধে যায় । সমর্থকদের অভিযোগ পিটিআই নেতা কে তুলে নিয়ে আঘাত করা হয় । এমনকি হামলার শিকার হয়েছে ইমরানের আইনজীবী ফয়জল চৌধুরী এমনটাই অভিযোগ।

 

 

একদিকে আর্থিক দিক থেকে ভেঙে পরা পাকিস্তান  অপরদিকে দেশ জুড়ে ছড়িয়েছে অশান্তির আগুন। ইসলামাবাদ , করাচি ,লাহোর সহ একাধিক জায়গায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় সমর্থকেরা। ইমরানের গ্রেফতারিতে সারা দেশ জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে ইমরানের দল। পাক প্রশাসন যে কোন অশান্তি রুখতে ১৪৪ ধারা জারি করেছে গোটা ইসলামাবাদ জুড়ে।

 

প্রধানমন্ত্রী থাকাকালীন ইমরান এবং তাঁর স্ত্রী মানেকার মালিকানাধীন ট্রাস্ট বেআইনি ভাবে একটি বাণিজ্যিক সংস্থার থেকে প্রায় ৫৩ কোটি টাকা মূল্যের জমি নিয়েছিল। যার জেরে ইমরানের এই পরিণতি।

তবে গ্রেফতার হওয়ার আগে একটি ভিডিও প্রকাশ করেছিল ইমরান খান। যেখানে তার কথায় গ্রেফতারি হওয়ার আচঁ যে তিনি পেয়েছিলেন তা অনেকটাই স্পষ্ট। তিনি তার ট্যুইটার হ্যান্ডেলে লেখেন –

আইএসপিআর এবং পিডিএম ও তাদের হ্যান্ডলারদের এর কাছে আমার জবাব, আমাকে গ্রেপ্তার করার প্রচেষ্টা দুটি কারণে: 1. নির্বাচনের ঘোষণার পর ইনশাআল্লাহ আমাকে প্রচারণা থেকে বিরত রাখতে আমি জলসা করব। 2. পিডিএম সরকার এবং তাদের হ্যান্ডলাররা যদি এসসিকে মানতে অস্বীকার করে এবং নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সংবিধান লঙ্ঘন করে তাহলে আমাকে সংবিধানের সমর্থনে রাস্তায় আন্দোলনের জন্য জনসাধারণকে সংগঠিত করা থেকে বিরত রাখতে।

Google news