একাদশ শ্রেণিতে ভর্তির গাইডলাইন ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ

শুক্লা রায়চৌধুরী, কলকাতা: মাধ্যমিকের ফল প্রকাশের পরেই শীঘ্রই শুরু হতে চলেছে একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া। সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী মাধ্যমিকে উত্তীর্ণদের ভর্তি প্রক্রিয়া সম্পর্কে ঘোষণা করেন। পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, আগামী পয়লা অগস্ট থেকেই শুরু হতে চলেছে একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া।

জানানো হয়, দুই ভাবে এই ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করা হবে। দেওয়া হয়েছে তার জন্য আলাদা আলাদা তারিখ। যে সমস্ত পড়ুয়ারা নিজের স্কুলেই ভর্তি হতে চাইবে তাদের জন্য পয়লা অগস্ট থেকে ১০ অগস্টের মধ্যেভর্তির ব্যবস্থা করা হবে। পাশাপাশি যারা নিজেদের স্কুলে ভর্তি না হয়ে অন্য স্কুলের কথা ভাবছে তাদের জন্যও দেওয়া হয়েছে সময়সীমা। তাদের ভর্তির প্রক্রিয়া চলবে ১১ অগস্ট থেকে ৩০ অগস্ট পর্যন্ত।

কিভাবে ভর্তি প্রক্রিয়া হবে তা নিয়ে গাইডলাইন জারি করা হবে বলেও জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সে অনুসারেই বৃহস্পতিবার বিস্তারিত গাইডলাইন জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। এই গাইডলাইনে বলা হয়েছে-

  • ২০ জুলাইয়ের মধ্যে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদিত স্কুলগুলিকে একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।
  • মেধার ভিত্তিতেই ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া হবে।
  • নিজেদের স্কুলেই যারা ভর্তি হবে তাঁদের ভর্তি প্রক্রিয়া হবে পয়লা অগস্ট থেকে ১০ অগস্টের মধ্যে।
  • যারা নিজেদের স্কুল ছেরে অন্যান্য স্কুলে ভর্তি হবে তাঁদের ভর্তির প্রক্রিয়া শেষ করতে হবে ১১ অগস্ট থেকে ৩১ অগস্তের মধ্যে।
  • পড়ুয়ারা নয় আসতে হবে অভিভাবকদের। নির্দিষ্ট ডকুমেন্টস নিয়ে অভিভাবকদের আসতে হবে। মাস্ক পরতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে তাঁদের।
  • সায়েন্স, কমার্স এবং আর্টস-এর মতো বিভাগে আসন সংখ্যা কমানো যাবে না।
  • স্কুল কর্তৃপক্ষদের করোনা ভাইরাস সংক্রান্ত গাইডলাইন মেনে চলতে হবে।

এছাড়াও বলা হয়েছে, স্কুলগুলির তরফে ভর্তি নিয়ে যদি আরও কিহু তথ্য জানার বা পরামর্শ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শকদের সঙ্গে আলোচনা করতে পারে। পাশাপাশি জানানো হয়েছে, রাজ্যের সমস্ত জেলাশাসক, পুলিশ সুপারদের অনুরোধ করা হয়েছে যাতে ছাত্রছাত্রীদের ভর্তির প্রক্রিয়াতে তাঁরা সহযোগিতা করেন।

Google news