Heatwave: সপ্তাহ শেষে ফের বঙ্গে সতর্কতা! জেনে নিন তথ্য 

Weather Heatwave
রাজ্যে বর্ষা প্রবেশের দিনক্ষণ জারি হলেও সপ্তাহের শেষ দুদিন ঝোড়ো ইনিংশ খেলবে গরম(Heatwave)। শুধু তাই নয় বইতে পারে লু! রাজ্যে ফের একবার তাপপ্রবাহের সতর্কবার্তা দিল হাওয়া অফিস। তবে হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে যে এইবারের তাপপ্রবাহ বেশীদিন জারি থাকবে না। আগামী সপ্তাহ থেকে বঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে সেইভাবে গরম কমার ইঙ্গিত নেই। তবে তাপপ্রবাহের সতর্কতাও নেই।
ওয়া অফিস সূত্রে খবর, আজ অর্থাৎ শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। গরম ও অস্বস্তি ক্রমশ বাড়বে। শনিবার ও রবিবার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান-এই চার জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।
বীরভূম, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সোম ও মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বেশি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও দাপট দেখাবে গরম। শনিবার তাপপ্রবাহের সর্তকতা মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বাড়বে গরম।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে ১৯ শে মে রবিবার দক্ষিণ আন্দামান সাগর নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা ঢুকে পড়বে। যা নির্ধারিত সময়ের তিনদিন আগে। একইভাবে ভারতের মূলভূখণ্ড কেরলে নির্ধারিত সময় অর্থাৎ ১ লা জুনের একদিন আগে, ৩১ শে মে ঢুকে পড়তে পারে মৌসুমী বায়ু।

Google news