Jungle Mahal:জঙ্গলমহল জুড়ে ফের মাথাচাড়া মাওবাদী সক্রিয়তার, জারি হাই এলার্ট

 

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: জঙ্গলমহল জুড়ে বাড়ছে মাওবাদী সক্রিয়তা,যেকোনো সময়ে বড়োসড়ো নাশকতার ঘটনা ঘটতে পারে, এই আশঙ্কায় আগামী ১৫ দিনের জন্য জারি করা হয়েছে হাই এলার্ট,জঙ্গলমহলের প্রত্যেকটি থানার পুলিশকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে,পাশাপাশি যে সমস্ত পুলিশকর্মী ছুটিতে রয়েছেন তাদেরকে নিজেদের থানায় রিপোর্ট করতে বলা হয়েছে ইতিমধ্যেই।

বিশেষ সূত্রে জানা গিয়েছে, শনিবার জঙ্গলমহল সফরে আসছেন রাজ্য পুলিশের ডিজি।  জানা গিয়েছে, ইতিমধ্যেই গোয়েন্দাদের হাতে মাওবাদীদের নতুন করে তৎপরতার বেশ কিছু তথ্য উঠে এসেছে। জঙ্গলমহলে সরকারের বিভিন্ন দুর্নীতি,চাকুরীর নিয়োগে দুর্নীতি সহ একাধিক ইস্যুকে হাতিয়ার বানিয়ে নিজেদের সংগঠন কে আরো চাঙ্গা করছে মাওবাদীরা, প্রসঙ্গত গত কয়েক দিন আগেই মাওবাদীদের বন্ধের যথেষ্ট প্রভাব পড়েছিল জঙ্গলমহলে এলাকায়,সবমিলিয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেবে সেটাই এখন দেখার বিষয়।

Google news