প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের প্রথম সারির তালিকা, জেনে নিন বিস্তারিত তথ্য

শুক্লা রায়চৌধুরী, কলকাতা: শুক্রবার প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল। বিদ্যাসাগর ভবনে ফল প্রকাশ করলনে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ প্রধান মহুয়া দাস। এই বছর পাশ করেছে ৯০.১৩ শতাংশ, যা এখনও পর্যন্ত সর্বাধিক।

মহুয়া দাস জানিয়েছেন, উচ্চমাধ্যমিক পাশের হারে শীর্ষে রয়েছে কলকাতা। প্রকাশিত হল সম্ভাব্য প্রথম দশের নাম। ৪৯৯ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাইস্কুলের স্রোতশ্রী রায়। প্রথমের দিকের সারিতেই রয়েছে ৪৯৯ নম্বর পেয়ে বাঁকুড়ার বড়জোড়া হাইস্কুলের ছাত্র গৌরব মণ্ডল। এরপরেই রয়েছে বাঁকুড়ার কেন্দুয়াডিহি হাইস্কুলের ছাত্র অর্পন মণ্ডল।

৪৯৯ পেয়ে প্রথমের সারিতেই নাম উঠে এসেছে হুগলি কলেজিয়েট স্কুলের ছাত্র অর্ক বন্দ্যোপাধ্যায়ের। এরপরে রয়েছে কলকাতার যোধপুর পার্ক বয়েজ হাইস্কুলের ছাত্র গৌরব মাইতি(৪৯৮)। রয়েছে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের নীলাব্জো দাস (৪৯৬) এবং বনগাঁও হাইস্কুলের দেবার্ঘ্য চক্রবর্তী (৪৯৬)।

প্রথমের সারিতেই নাম এসেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ কোরোনেশন হাইস্কুলের ছাত্র জয় মণ্ডলের (৪৯৮)। বাঁকুড়ার অন্ডা হাইস্কুলের রিয়া দত্তের (৪৯৮) নামও বর্তমান। রয়েছে বীরভূমের নব নালন্দা শান্তিনিকেতন হাইস্কুলের রৌণক সাহা (৪৯৮)। একই নম্বর পেয়ে প্রথমের দিকের সারিতে নাম উঠেছে হুগলির মুক্তাপুর হাইস্কুলের মোহম্মদ তালহার।

এহাড়াও প্রথমের দিকের সারিতেই নাম উঠে এসেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলের সৌগত সরকার (৪৯৮), পশ্চিম মেদিনীপুরের রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের অনিক জানা (৪৯৮), কলকাতার নব নালন্দা হাইস্কুলের সৈকত দাস (৪৯৭), দক্ষিণ ২৪ পরগণার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের রাহুল মজুমদার (৪৯৭) এবং পূর্ব বর্ধমানের বর্ধমান বিদ্যার্থী ভবন গার্ল হাইস্কুলের শারণ্যা ঘোষের (৪৯৭) নাম।

মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৬১ হাজার ৫৮৩ জন। পরীক্ষায় পাশ করেছে মোট ৬ লক্ষ ৮০ হাজার ৫৭ জন। এবারে ৯০.১৩ শতাংশ পরীক্ষার্থী পাশ করে রেকর্ড তৈরি করেছে।

জানা গিয়েছে, বিজ্ঞান শাখায় পাশ করছ ৯৮.৮৩ শতাংশ, কলা বিভাগে পাশের হার ৮৮.৭৮ এবং বাণিজ্য শাখায় পাশ করেছে ৯২.২২ শতাংশ। ৩০ হাজার ২২০ জন পরীক্ষার্থী ৯০ শতাংশর উপর নম্বর পেয়েছ। ৮০ থেকে ৮৯ শতাংশের মধ্যে নম্বর পেয়েছ ৮৪ হাজার ৭৪৬ জন পরীক্ষার্থী। মহুয়া দাস জানিয়েছেন, সর্বোচ্চ নম্বর ৫০০ র মধ্যে হয়েছে ৪৯৯।

Google news