Mumbai Fire: ভোররাতে মুম্বাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন, মৃত ১

 

মুম্বাই: সোমবার সাতসকালে বাণিজ্যনগরীতে অগ্নিকাণ্ডর জেরে মৃত্যু হয় এক যুবকের। ঘটনাটি ঘটে অন্ধেরির কাছে সাকিনাকা মেট্রো স্টেশনের লাগোয়া একটি ইলেকট্রিক ও হার্ডওয়্যার দোকানে। নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা।

 

 

ঘটনায় ছুটে আসেন স্থানীয় মানুষ। ২২বছরের এক যুবক রাকেশ গুপ্তকে (Rakesh Gupta) ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাজাওয়ারী হাসপাতালে (Rajawadi Hospital) নিয়ে গেলে চিকিৎসকরা যুবকে মৃত বলে ঘোষণা করেন। মৃত রাকেশ ওই দোকানে কর্মচারী হিসাবে কাজ করতেন বলে জানা গিয়েছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর কর্মীরা। তারা অক্লান্ত পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর আবার আগুন লেগে যায়।

 

 

ব্রিহান মুম্বাই করপোরেশন(Brihanmumbai Corporation) সূত্রে জানা যায়,সাকিনাকা এলাকার রাজশ্রী নামে একটি দোকানে ভোর ৩টে নাগাদ বিধ্বংসী আগুন লাগে। আগুনের তীব্রতায় দোকানের ভিতরে থেকে বৈদ্যুতিক তার সহ নানান সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিক ভাবে শর্টসার্কিট মনে হলেও আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। এরপরই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৫ টি ইঞ্জিন। তারা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসতেই ভোর ৫টার দিকে আবারও আগুন জ্বলে ওঠে। এর পর ফের ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৮ থেকে ১০টি গাড়ি ।

 

 

যুদ্ধকালীন পরিস্থিতিতে শুরু হয় আগুন নেভানোর কাজ। দুই থেকে তিনজন আটকে থাকলেও পরবর্তী সময় তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে। দোকানের সামনে অংশ ভেঙে জল দেওয়ার কাজ করছে দমকল কর্মীরা ।আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রনে।

Google news