নিজস্ব প্রতিনিধি, ইছাপুর: শুরুটা হয়েছিল সেই কোরোনাকালে, অর্থাৎ 2020 সাল থেকেই অত্যাধুনিক এবং হালকা অ্যাসল্ট রাইফেল উৎপাদনে জোর দিয়েছিল ইছাপুর রাইফেল ফ্যাক্টরি। শুক্রবার আনুষ্ঠানিকভাবে সিআইএসএফের আইজি সুধীর কুমারের হাতে তুলে দেওয়া হল 7.62X39 মিলিমিটার রেঞ্জের ত্রিচি অ্যাসাল্ট রাইফেল।
এটি একটি ইনসাস গোত্রের রাইফেল। ৮৯০ মিলিমিটার দৈর্ঘ্যের এই রাইফেলটির তিনটি মোড আছে।সিঙ্গেল মোড, সেভ মোড এবং অটোমেটিক মোড।নির্দিষ্ট নিশানায় গুলি করায় যেমন নির্ভরযোগ্য তেমনি একবার ট্রিগার টিপলে এক মিনিটে গুলি চালানো যায় প্রায় ৬০০ রাউন্ড। সিঙ্গেল মুডে একবার ট্রিগার চাপলে সেকেন্ডে ৫৩০ মিটার বেগে ছুটবে এই রাইফেলের কার্তুজ।
ওজনে হালকা রাখতে রাইফেলের বাট কাঠের পরিবর্তে ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে। রাইফেলের দাম প্রায়৭৬ হাজার টাকা। ত্রিচিতে নকশা করা অত্যাধুনিক এই অ্যাসল্ট রাইফেলটির গুনাগুন জানতে নিচের ভিডিওটি সম্পূর্ণ দেখুন –