‘স্টেট ইঞ্জিনিয়ার্স অ‍্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ’ র সাধারণ বার্ষিক সভায় উঠল সরকারের নানা বৈষম্যমূলক আচরণের কথা


নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ
সরকারি ইঞ্জিনিয়ারদের শতাব্দী প্রাচীন সংগঠন স্টেট ইঞ্জিনিয়ারর্স অ‍্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ-এর ১০৩তম সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হল আজ ১৫ জুলাই কলকাতার আশুতোষ জন্ম শতবার্ষিকী সভাঘরে। প্রদীপ প্রজ্জ্বলনের মধ‍্যে দিয়ে এদিনের অনুষ্ঠানের শুভসূচনা হয়।

সম্প্রতি ইঞ্জিনিয়ারদের পদোন্নতির বিষয়ে কিছু ইতিবাচক ঘোষণা করেছেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী সুজয় সাহা মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান এবং একইসঙ্গে তা দ্রুত রূপায়ণের জন‍্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। সভায় আগত প্রতিনিধিদের বক্তব্যে সরকারি ইঞ্জিনিয়ারদের প্রতি সরকারের নানা বৈষম্যমূলক আচরণের কথাও উঠে আসে।

তারা দাবি করেন, সরকারের উন্নয়নমূলক কাজের মূল কাণ্ডারি হওয়া সত্ত্বেও ইঞ্জিনিয়াররা প্রশাসনিকভাবে প্রাপ‍্য মর্যাদা ও বেতন থেকে বঞ্চিত হচ্ছেন। এমনকি অনেক ক্ষেত্রে তারা জেলার প্রশাসনিক আমলাতন্ত্রের দ্বারা অহেতুক অপদস্থ হচ্ছেন। সাধারণ সম্পাদক এই বিষয়গুলির সমাধানে মাননীয়া মুখ‍্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন এবং বলেন সরকারের প্রতিটি উন্নয়নমূলক পদক্ষেপকে বাস্তবে রূপায়িত করতে ইঞ্জিনিয়াররা যখন বদ্ধপরিকর তখন সরকারও যেন তাদের ন্যায্য সম্মান থেকে বঞ্চিত না করেন।

সব শেষে তিনি ইঞ্জিনিয়ারদের তিন দফা দাবির যৌক্তিকতা তুলে ধরেন এবং বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে সংগঠনগতভাবে সেই দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। এদিনের অনুষ্ঠানে নবীন ও প্রবীণ সদস‍্যদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

Google news