নিউজ ডেস্ক: পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে চিন্তিত? সেই চিন্তার ফাঁক গলে আপনার মাথার ভিতর ঢুকে পড়ার ব্যবস্থা পাকা করেছে কন্ডোম ব্র্যান্ড ডিউরেক্স।
তাদের সাম্প্রতিকতম বিজ্ঞাপনে দেখা যাচ্ছে 6 আর 9-এর আদলে পাশাপাশি রাখা দুটো গ্যাসোলিন পাম্প। সঙ্গে বার্তা — মজুত করুন। এটা আপনার পকেটে চাপ ফেলবে না। ব্যাপক জনপ্রিয় হয়েছে সেই বিজ্ঞাপন। রসিকতা তো বটেই, বিজ্ঞাপনটির বুদ্ধিদীপ্ত আবেদন মন কেড়েছে মানুষের।
অতীতেও নানা সময়ে বিজ্ঞাপনে নজর কেড়েছে ডিউরেক্স। কখনও আপেল ফ্লেভারের বিজ্ঞাপনে নিষিদ্ধ ফলের প্রসঙ্গ টেনে, কখনও ফাদার্স ডে-তে প্রতিযোগীদের নিশানা করে। তবে সাম্প্রতিক বিজ্ঞাপনগুলির মধ্যে ব্ল্যাক হোলের ধাঁচে কন্ডোমের ছবি সবচেয়ে বেশি জনপ্রিয় হয়। এক সপ্তাহে ৫৩ হাজার বার শেয়ার হয় সেই বিজ্ঞাপন।
- Ad-
- Ad -
- Ad -
- Ad -
- Ad -