IND Vs BAN: ৬৩৮ দিন পর টেস্টে অর্ধ শতরান ঋষভ পন্থের, লিড ৪০০ ছাড়াল ভারতের

প্রথম ইনিংসে ব্যাট হাতে শুরুটা ভালো করতে না পারলেও চেন্নাই টেস্টে এই মুহূর্তে চালকের আসনে ভারত। বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার সুযোগে রানের পাহাড় গড়ে চলেছে ভারত। এরইমধ্যে দ্বিতীয় ইনিংসে লিড ৪০০ ছাড়িয়েছে। ফিফটি তুলে নিয়েছেন দুই তরুণ তারকা ঋষভ পন্থ ও শুভমান গিল। ঋষভ ব্যাট করছেন ৭২ এবং গিল অপরাজিত ৮২ রানে। ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৯৩।

पूरे 637 दिन बाद ऋषभ पंत ने किया ये कमाल, टेस्ट क्रिकेट में वापसी को बनाया  शानदार | IND vs BAN: Rishabh Pant hits a Test fifty after 637 day from his

চেন্নাই টেস্টের শুরুটা দারুণ করলেও সময়ের সাথে খেই হারাচ্ছে বাংলাদেশ। প্রথম ইনিংসে হতাশাজনক ব্যাটিংয়ের ফলে পরাজয় দেখছে সফরকারীরা (IND Vs BAN)। এগিয়ে থেকেই তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছে ভারত। বাংলাদেশের ঘাড়ে লিডের ভার। সেটা আজ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮১ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে ভারত। ৩০৮ রানের লিড নিয়ে তৃতীয় দিন শুরু করেছে টিম ইন্ডিয়া।

IND vs BAN, 1st Test: Jasprit Bumrah Bamboozles Bangla Batters As India's  Lead Swells On Day 2 - In Pics

চেন্নাই টেস্টে শুরুর দিনের মতো বোলিংটা দারুণ হলেও ব্যাটিংয়ে রীতিমতো ধস নামে সফরকারীদের। ভারতের বিপরীতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৪৯ রানেই গুঁটিয়ে যায় বাংলাদেশ। এমনকি এড়াতে পারেনি ফলোঅনও। দিনের তৃতীয় সেশনে লিড (IND Vs BAN) নিয়ে ব্যাট করতে নেমে পুঁজি আরও শক্ত করে নিয়েছে ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তিন উইকেটে ৮১  রানে দিন শেষ করেছে রোহিত শর্মার দল। দিন শেষে উইকেটে ১২ রানে অপরাজিত ছিল পন্থ। তার সঙ্গে শুভমান গিল ব্যাট করছিলেন ৩৩ রানে। দ্বিতীয় দিনের শেষে ৩০৮ রানে এগিয়ে ছিল ভারত।

Google news