IND vs ZIM: ১৩ রানে হারের বদলা ১০০ রানে জিতে, সিরিজে সমতা ফেরাল ভারত

দৃশ্যপট বদলে গেল ২৪ ঘণ্টার ব্যবধানে (IND vs ZIM)। শনিবারের যে পিচে ভারতের ব্যাটারেরা ১১৬ রান তাড়া করতে পারেননি, রবিবার সেই মাঠেই ২৩৪ রান করলেন তারা। যা তাড়া করতে নেমে ১৩৪ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ১৩ রানের হারের বদলা শুভমান গিলরা নিলেন ১০০ রানের জয়ে।

অভিষেক শর্মা, রুতুরাজ গায়কোয়াড় ও রিংকু সিংদের ব্যাটিং তাণ্ডবের পর দাপট দেখালেন ভারতের বোলাররাও। জিম্বাবুয়ের ব্যাটারেরা বুঝতেই পারলেন না, কিভাবে রান তাড়া করবেন। ১০০ রানের বিশাল ব্যবধানে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল ভারত।

IND vs ZIM 2nd T20I: Abhishek Sharma's Maiden Hundred Helps India Bounce  Back with a 100-run Win - News18

রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় জিম্বাবুয়ে (IND vs ZIM)। প্রথম ম্যাচের পরে দ্বিতীয় ম্যাচেও ইনোসেন্ট কাইয়াকে বোল্ড করেন মুকেশ কুমার। যদিও পরের ওভারে চালে ভুল করে বসেন শুবমান। অভিষেককে বলে আনেন তি্নি। সেই ওভারে ১৯ রান নেন ব্রায়ান বেনেট। আক্রমণাত্মক শট খেলছিলেন তিনি। তৃতীয় ওভারে আসেন মুকেশ। তাকেও দুটি ছক্কা মারেন বেনেট। কিন্তু শেষ পর্যন্ত লড়াইয়ে জেতেন মুকেশ। শেষ বলে বেনেটকে ২৬ রানের মাথায় বোল্ড করেন তিনি।

ZIM v IND 2024, ZIM vs IND 2nd T20I Match Report, July 07, 2024 - Abhishek  strikes 46-ball ton as India give Zimbabwe a thrashing

পাওয়ার প্লের মধ্যে আরও দুই উইকেট হারায় জিম্বাবুয়ে (IND vs ZIM)। আবেশ খান নিজের প্রথম ওভারেই জোড়া উইকেট নেন। মেয়ার্স ও অধিনায়ক সিকান্দার রাজাকে আউট করেন তিনি। ৪৬ রানে ৪ উইকেট পড়ে যায় জিম্বাবুয়ের। খেলা ততক্ষণে অবশ্য তাদের হাত থেকে বেরিয়ে গিয়েছিল। পঞ্চম উইকেটে কিছুটা লড়াই করার চেষ্টা করেন ওয়েসলি মাধেভেরে ও জোনাথন ক্যাম্পবেল। কিন্তু রান তোলার গতি কমে গিয়েছিল। বাধ্য হয়ে ওয়াশিংটন সুন্দরের বলে বড় শট মারতে গিয়ে আউট হল ক্যাম্পবেল। ৭২ রানে জিম্বাবুয়ের অর্ধেক দল সাজঘরে ফিরে যায়।

IND vs ZIM highlights, 2nd T20I: India beats Zimbabwe by 100 runs, levels  series 1-1 - Sportstar

নিয়মিত ব্যবধানে উইকেট পড়ছিল। জিম্বাবুয়ের হার ছিল সময়ের অপেক্ষা। দেখার ছিল যে তারা পুরো ২০ ওভার ব্যাট করতে পারে কি না। আগের ম্যাচে ৯০ রানে ৯ উইকেট পড়ার পরেও জিম্বাবুয়েকে অল আউট করতে পারেননি ভারতের বোলারেরা। এই ম্যাচে অবশ্য ১৮.৪ ওভারে ১৩৪ রানে অল আউট হয়ে গেল জিম্বাবুয়ে। ১০০ রানে হেরে মাঠ ছাড়ল তারা।

Google news