India Win: বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে বিশ্বকাপের প্রস্তুতি সারল হরমনপ্রীতরা

harman t

চলতি বছর অক্টোবরে বাংলাদেশে বসছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। তার ঠিক পাঁচ মাস আগে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল ভারত (India Win)। গতকাল সিলেটে পঞ্চম ও শেষ ম্যাচে ২১ রানে জিতেছে ভারত। ফলে, ৫-০তে সিরিজ জয় করে নিল হরমনপ্রীত কউরের দল।

গত বছর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ভারতের সঙ্গে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজ জিতে নেওয়ার পর ওয়ানডে সিরিজ ড্র করে নিগার সুলতানার দল। কিন্তু এক বছরেরও কম সময়ের ব্যবধানে সেই দলকে হোয়াইট ওয়াশ করে মধুর প্রতিশোধ নিল ভারতের মেয়েরা।

পুরো সিরিজে ব্যাটিং ব্যর্থতায় হেরেছে বাংলাদেশ। শেষ ম্যাচে ব্যাটিংয়ে খানিকটা উন্নতি করলেও জয়ের নাগাল আর পাওয়া হলো না। আগে ব্যাট করে ৫ উইকেটে ১৫৬ রান তোলে ভারত। জবাব দিতে নেমে ৫২ রানে ৫ উইকেট হারিয়ে অন্য ম্যাচগুলোর মতোই বিপর্যস্ত হয়ে পড়ে নিগার বাহিনী। যদিও সেখান থেকে রিতু মনি, শরিফা খাতুন ও রাবেয়া খানের লড়াই দলকে ১৩৫ রানের সম্মানজনক অবস্থানে নিয়ে যায়।

ম্যাচের পর বাংলাদেশ দলনায়ক নিগার বলেন, ‘এই সিরিজে আমাদের কঠিন সময় গেছে। তবে আজ ব্যাটারদের দৃষ্টিভঙ্গি ভিন্ন ছিল। ব্যাটিং এমন একটি বিভাগ যা নিয়ে আমাদের কাজ করতে হবে। ব্যাটিংয়ের অ্যাপ্রোচ নিয়ে আমাদের কাজ করতে হবে। দেখুন, ব্যাটাররা সেট হওয়ার পর আউট হয়ে যাচ্ছে। রাবেয়া ও নাহিদা দুজনই ভালো করেছে, টুর্নামেন্টজুড়ে ভালো করেছে মারুফা। আজ রিতু মনি দারুণ পারফর্ম করেছে।’

অক্টোবরে বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে ভারত। তার আগে এই পারফরম্যান্সে খুশি ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত। তিনি বলেন, ‘এই সিরিজে খেলোয়াড়দের সবার মধ্যে স্থিরতা দেখেছি, বিশ্বকাপের আগে যেমনটি আমি চেয়েছি। এই সিরিজ আর কন্ডিশন বিশ্বকাপে আমাদের সাহায্য করবে। আশাকরি, বিশ্বকাপে আমরা ভালো ক্রিকেট খেলব।’

Google news