Terror Attack: জঙ্গি হামলার ছক বানচাল করল সেনা

Terrorist

ফের উত্তপ্ত উপত্যকা। কিছুতেই থামছে না সন্ত্রাসবাদী(terror Attack) হামলা। ফের সেনাবাহিনীর উপরে বড়সড় হামলার চেষ্টা করল জঙ্গিরা। জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের রাজৌরিতে সেনা ক্যাম্পে বড় আকারের হামলার চেষ্টা করে জঙ্গিরা। তবে সেনার তৎপরতায় সেই হামলা এড়ানো গিয়েছে। আহত হয়েছেন এক জওয়ান। জঙ্গি দমনে শুরু হয়েছে অভিযান। এখনও অভিযান জারি রয়েছে।

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, সোমবার রাজৌরির গুন্ধা এলাকার একটি সেনা ঘাঁটি লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। তাদের কাছে বিপুল পরিমাণে অস্ত্র রয়েছে বলেই প্রাথমিকভাবে অনুমান। ভোর চারটে নাগাদ এই হামলার পরেই পালটা গুলি চালাতে শুরু করেছে সেনা। প্রায় এক ঘণ্টা ধরে গুলির লড়াই চলেছে দুপক্ষের মধ্যে। ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে। পরে জানা যায়, জঙ্গি হামলায় আহত হয়েছেন এক জওয়ান।

উল্লেখ্য, ১ জানুয়ারি থেকে জঙ্গি হামলায় সেনার এক মেজর-সহ ১২ জন নিরাপত্তারক্ষী এবং ১০ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। একই সময়ে, জম্মু অঞ্চলে, বিশেষ করে তার সীমান্তবর্তী জেলাগুলিতে পাঁচ জঙ্গিকে হত্যা করা হয়েছে। এসবকিছুই দেখে গোয়েন্দাদের অনুমান, সাম্প্রতিক হামলায় জড়িত সন্ত্রাসবাদীরা পাকিস্তানে স্পেশাল সার্ভিস গ্রুপের (SSG) অবসরপ্রাপ্ত সেনা সদস্যও হতে পারে অথবা সন্ত্রাসবাদীদের গেরিলা যুদ্ধে প্রশিক্ষণ দিচ্ছে তারা।
ভূস্বর্গে (Kashmir) শান্তি বজায় রাখতে এবং সন্ত্রাসবাদীদের নিকেশ করতে ইতিমধ্যেই পিএসএফ কমান্ডো নামিয়েছে সেনা। আত্মগোপন করে থাকা জঙ্গিদের খুঁজে-খুঁজে নিকেশ করতেই জম্মুতে পিএসএফ-এর ৫০০ কমান্ডোকে মোতায়েন করা হয়েছে। 

Google news