Mohammedan SC: দুই প্রধানকে টেক্কা দিয়ে কলকাতা লিগ মহামেডানের দখলে

স্পোর্টস ডেস্ক:  আবার ঘরেএল সাফল্য। একবার দু’বার নয় এই নিয়ে টানা তিনবার কলকাতা লিগ জয় করল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। বিগত দুই মরশুমে ময়দানে দাপিয়ে খেলে কলকাতা লিগ ঘরে তুলেছিল সাদা-কালো ব্রিগেড। সেই ধারা অব্যাহত থাকল এবারও। ময়দানের বাকি দুই প্রধান দলকে টেক্কা দিয়ে টানা তৃতীয়বারের মতো প্রিমিয়ার ডিভিশন লিগ জয় করল মহামেডান দল। যা নিয়ে খুশির আমেজ সমর্থকদের মধ্যে।

উল্লেখ্য, আজ সুপার সিক্সের লড়াইয়ে শক্তিশালী মোহনবাগান সুপারজায়ান্টস দলের মুখোমুখি হয়েছিল চেরনিশভের ছেলেরা। নির্ধারিত সময়ের শেষে ২-০ গোলের ব্যবধানে ম্যাচ জিতে নিয়ে লিগ জয় নিশ্চিত করল রেড রোডের এই ক্লাব। দলের হয়ে গোল করে যথাক্রমে রেমসাঙ্গা ও ডেভিড।

তবে,ম্যাচের শুরু থেকেই যথেষ্ট চনমনে ছিল সাদা-কালো ব্রিগেডের ফুটবলাররা। প্রথমার্ধের দ্বিতীয় মিনিট থেকেই ঘনঘন আক্রমণ শানাতে থাকে সাদা-কালো দলের ফুটবলাররা। যা সামাল দিতে গিয়ে কার্যত নাস্তানাবুদ হতে হয় বাগান ফুটবলারদের। যার ফল ও মেলে হাতেনাতে। ম্যাচের ঠিক ১৩ মিনিটের মাথায় রেমসাঙ্গার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মহামেডান স্পোর্টিং ক্লাব।

 

তারপর থেকে বাগান দলের ফুটবলাররা প্রতি আক্রমণে ওঠার চেষ্টা করলেও কাজে আসেনি সেই লড়াই। বরং চাপ বাড়িয়ে ম্যাচের ঠিক ৩৭ মিনিটের মাথায় ডেভিডের গোলে ব্যবধান বাড়িয়ে নেয় মহামেডান। প্রথমার্ধের শেষে সেই দুই গোলেই এগিয়ে থাকে ময়দানের এই তৃতীয় প্রধান।

যদিও দ্বিতীয়ার্ধে বাগান দলের তরফ থেকে ও একাধিকবার আক্রমণ সংগঠিত করা হলেও গোলের মুখ খোলা সম্ভব হয়নি তাদের পক্ষে। যারফলে নির্ধারিত সময়ের শেষে সেই দুটি গোলেই ম্যাচ জিতে নেয় মোহামেডান। পাশাপাশি এবারের কলকাতা লিগের সুপার সিক্সে দাপটে পারফরম্যান্সের দরুন সহজেই ট্রফি নিশ্চিত করে ব্ল্যাক প্যান্থার্স।

Google news