Ishapore Rifle Factory : ডিসেম্বরেই বাজারে আসতে চলেছে পয়েন্ট ৩২ ক্যালিবারের অত্যাধুনিক মার্ক থ্রি পিস্তল

 

প্রণব বিশ্বাস,ইছাপুর: প্রথম কর্পোরেট ফাউন্ডেশন ডে সেলিব্রেশন হল অস্ত্র কারখানায়। সেই উপলক্ষে অত্যাধুনিক পিস্তলের আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি এক বছরে ৩৬ শতাংশ লভ্যাংশের পরিমাণও বেড়েছে বলে দাবি।

গত একবছর ধরে ইছাপুর রাইফেল ফ্যাক্টরি অ্যাডভান্সড ওয়েপনস অ্যান্ড ইকুইপমেন্ট ইন্ডিয়া লিমিটেড নামে অটোনমাস বডির আওতাধীন। ১লা অক্টোবর শনিবার ছিল তার বর্ষপূর্তি। আর সেই উপলক্ষে পয়েন্ট ৩২ ক্যালিবারের অত্যাধুনিক মার্ক ৩ পিস্তলের আনুষ্ঠানিক উদ্বোধন হল রাইফেল ফ্যাক্টরিতে। ইছাপুর রাইফেল ফ্যাক্টরির এক্সিকিউটিভ ডিরেক্টর প্রফুল্লকুমার বেহেরা বলেন, ‘‘মূলত সাধারণ নাগরিকের নিরাপত্তার স্বার্থেই ৬৭০ গ্রাম ওজনের ১৮ মিটার পাল্লার  এই পিস্তল আগামী ডিসেম্বরের গোড়াতেই বাজারে আসবে।”

“আট, দশ ও বারোটি বুলেটের ম্যাগাজিন ব্যবহার করা যায় এতে। ‘সেফটি ফিচার্স’-এও এর যথেষ্ট অভিনবত্ব রয়েছে। এক্ষেত্রে অসতর্কতায় ট্রিগারে হাত পড়লেই যাতে গুলি বেরিয়ে হতাহতের ভয় না থাকে তাই ট্রিগারের পাশাপাশি বাঁটের পিছনের অংশে পুশ বাটনে চাপ পড়লে তবেই গুলি বেরোয়। মহিলারাও আত্মরক্ষায় এটি ব্যবহার করতে পারবেন।’’ কেন্দ্রীয় সরকারের কারখানা থেকে অটোনমাস বডি হওয়ার পর এক বছরের টার্মে অস্ত্র তৈরিতে ফ্যাক্টরি লাভের পরিমাণ প্রায় ৩৬ শতাংশ বাড়িয়েছে বলেও এদিন দাবি করেন এক্সিকিউটিভ ডিরেক্টর প্রফুল্লকুমার বেহেরা।

Google news