- Ad-
- Ad -
- Ad -
- Ad -
নিজস্ব প্রতিনিধি, মধ্যমগ্রাম: আগামী বছর থেকেই প্রতি বছর ১ জানুয়ারি দিনটিকে “স্টুডেন্ট ডে” হিসাবে পালিত হবে। বুধবার উত্তর ২৪ পরগনা জেলার প্রশাসনিক বৈঠকে এই ঘোষণা দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এদিন দুপুরে মধ্যমগ্রামের নজরুল শতবার্ষিকী সদনে এই প্রশাসনিক বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী বলেন এবার থেকে বছরের প্রথম দিন (১ জানুয়ারি) ছাত্র-ছাত্রীদের প্রতি উৎসর্গ করা হবে, কারণ তারাই আমাদের ভবিষ্যৎ। তার অভিমত রাজ্যে যদি খেলা দিবস, কন্যাশ্রী দিবস পালন করা হয় তবে “স্টুডেন্টস ডে” নয় কেনো ?
- Ad -