Ex PM Shinzo Abe shot: পর পর গুলির শব্দ, মাটিতে লুটিয়ে জাপানের রাষ্ট্র নেতা শিনজো আবে

খবরএইসময় ডেস্ক: নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ্যে গুলিবিদ্ধ হলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। শুক্রবার জাপানের পশ্চিমে নারা শহরে নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিনজো। আচমকাই ভিড়ের মধ্যে পরপর দুটি গুলির শব্দ শোনা যায়।

আর তাতেই গুলিবিদ্ধ হন আবে। বুকে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন আবে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। জানা গিয়েছে, গুলি লাগার পর হৃদরোগে আক্রান্ত হন আবে। প্রচুর রক্তপাতও হয়েছে তাঁর।  ঘটনাস্থল থেকে তড়িঘড়ি এয়ার অ্যাম্বুলেন্স এর মাধ্যমে হাসপাতালে নিয়ে যাওয়া হয় জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে।

 আবেকে গুলি করে পালানর চেষ্টা করতেই ঘটনাস্থল থেকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৪১ বছরের তেতসুয়া ইয়ামাগামি নামে এক ব্যাক্তিকে। জানা গিয়েছে, তিনি জাপানের নারা শহরেরই বাসিন্দা এবং জাপানের নৌসেনার সদস্য ছিলেন। আততায়ীর থেকে বন্দুকটি বাজেয়াপ্ত করা হয়েছে ।

 

কিভাবে গুলি চালানো হয়েছে দেখুন সেই ভিডিও-

 

 

   

 

Google news