- Ad-
মনে পরে জামাই ষষ্ঠীর তাঁর বাড়ি থেকে একটু লুচি খাওয়ায় জন্য সিবিআই কাছে আবেদন করা হয়েছিল। তখন তৃনমূলের বিধায়ক সদ্য গ্রেফতার হয়েছেন! মুখ ভার! ক্যামেরা দেখলেই মুখ ঘুরিয়ে নিচ্ছিলেন। অথবা তাঁর বাড়িতে সিবিআই তল্লাশির সময়ে যিনি ফন ছুঁড়ে ফেলে দিয়েছিলেন জলে সেই জীবনকৃষ্ণ(Jiban Krishna Saha) সংবাদমাধ্যকে জানালেন এক অভাবনীয় বিষয়। তাঁর কথায়, তৃনমূল কেন্দ্রে সরকার গড়বে। এই কথার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক কটাক্ষ।
মঙ্গলবার জীবনকৃষ্ণের জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। প্রেসিডেন্সি জেলে বসে সেই খবর পেয়ে কেঁদে ফেলেছিলেন মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক। তবে জামিন হলেও এখনও মুক্তি পাননি তিনি। বেশ কিছু প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাঁকে যেতে হচ্ছে। বুধবার তাঁকে আদালতে নিয়ে আসার সময় সংবাদমাধ্যকে তিনি ভোট প্রসঙ্গে জানান, ”ভোট ভাল হয়েছে। রাজ্যে ৪২টি আসনই পাবে তৃণমূল।’’ এর পর তাঁকে কেন্দ্রের ফল নিয়ে প্রশ্ন করা হয়। জীবন বলেন, ‘‘কেন্দ্রে আমরাই সরকার গড়ব। আমাদের সরকার হবে। আমি আজ মুক্তি পেলে কাল থেকেই দলের কাজ শুরু করে দেব।”
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত জীবনকৃষ্ণকে ২০২৩ সালের ১৭ এপ্রিল গ্রেফতার করেছিল সিবিআই। জামিনের আবেদন নিয়ে তিনি প্রথমে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। সেখানে জীবনের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। তার পরেই জামিন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন জীবন। তাঁর জামিন প্রসঙ্গে তিনি বলেন সত্যের জয় হয়েছে।
- Ad -